শুভেন্দু অধিকারী ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
শেষ আপডেট: 25 March 2025 09:01
দ্য ওয়াল ব্যুরো: সোমবার হাওড়ার বেলগাছিয়ায় গিয়ে রাজ্য পুলিশের হাতে আক্রান্ত হওয়ার গুরুতর অভিযোগ এনেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
মঙ্গলবার এ ব্যাপারে শুভেন্দুর অভিযোগ খারিজ করে দেওয়ার পাশাপাশি বিরোধী দলনেতাকে তীব্র কটাক্ষও করেছেন তৃণমূলের সাংসদ-আইনজীবী কল্যাণ বন্দ্য়োপাধ্যায় (Kalyan Banerjee)। কল্যাণের কথায়, "শুভেন্দু মিথ্যে কথা বলছেন, তবে মার খেলে খুশি হতাম।"
নিজের দাবির সপক্ষে বড় যুক্তিও খাড়া করেছেন কল্যাণ। তৃণমূলের সাংসদ আইনজীবীর ব্যাখ্যা, "শুভেন্দু কেন্দ্র থেকে জেড ক্যাটাগরির নিরাপত্তা পান। অর্থাৎ ওকে ঘিরে রাখে ৩৫ জনেরও বেশি কেন্দ্রীয় জওয়ান। তা থেকেই তো স্পষ্ট ও রাজ্য পুলিশের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ এনেছেন।"
কল্যাণ এও বলেন, বাজার গরম করার জন্য এসব মিথ্যে কথা বলছেন বিরোধী দলনেতা। এ ব্যাপারে শুভেন্দুর কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। প্রতিক্রিয়া এলে প্রতিবেদনে আপডেট করে দেওয়া হবে।
ঘটনার সূত্রপাত, গত গত কয়েকদিন ধরে পানীয় জলের সঙ্কট হাওড়ার বেলগাছিয়া-সহ বিস্তীর্ণ এলাকায়। সেই সঙ্গে বেশ কিছু বাড়িতে নেমেছে ধস-ফাটলও। সামনে এসেছে ভাগাড়ের আর্বজনা কাণ্ডও। দুর্ভোগের মধ্যে থাকা সেই বাসিন্দাদের সঙ্গে সোমবার দেখা করতে গিয়েছিলেন বিরোধী দলনেতা। সেখানেই রাজ্য পুলিশ তাঁকে বাধা দেয়, শারীরিক হেনস্থাও করে বলে অভিযোগ শুভেন্দু অধিকারীর।
শুভেন্দুর কথায়, "রাজ্য পুলিশ আমার হাত আঁচড়ে দিয়েছে। বাংলার পরিস্থিতি এমনই যে বিরোধী দলনেতাও সুরক্ষিত নন।" এদিন তারই পাল্টা জবাব দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।