Date : 9th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
হাওড়ার সৌভিককে শোকজ করল টিএমসিপি! পড়ুয়াদের প্যান্ট খুলে যৌনাঙ্গ দেখাতে বাধ্য করার অভিযোগজোয়াও পেদ্রোর জোড়া পাইলড্রাইভারে ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি, স্বপ্নভঙ্গ ফ্লুমিনেন্সেরট্রাম্পের শুল্কে বাংলাদেশে বিপদে ৮০১ সংস্থা, বেসরকারি কোম্পানির কাঠগড়ায় ইউনুস সরকারদুই পর্দাতেই একসঙ্গে ফিরছেন ঈপ্সিতা মুখোপাধ্যায়, কোথায় দেখা যাবে অভিনেত্রীকে সিজার চেয়েও ফোর্সেপ ডেলিভারি, শিশুর মাথায় চোট, ব্রিটেনে সাসপেন্ড ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক৬৮ বছরেও 'হটি' আলিয়ার মা, ইনস্টাগ্রামে পাতলা কালো পোশাকে ঝড় তুললেন সোনি রাজদানমোদীর গুজরাতে ফের ভাঙল সেতু, মৃত ৯, আহত বহু'গান্ধীবাদী নই, বাল ঠাকরের থেকে শিখেছি', ক্যান্টিন কর্মীকে পিটিয়ে সাফাই শিবসেনা বিধায়কেরঅচল একমাত্র কেরল, স্বাভাবিক ভারত, বিহার বনধে শক্তি প্রদর্শন মহাগাঁটবন্ধনেরসঙ্গে পোষ্য, তাই উইম্বলডনের ক্যাফেতে ঢুকতে পারলেন না নাভ্রাতিলোভা, সমাজমাধ্যমে বিতর্ক
Suvendu Adhikari-Kalyan Banerjee

শুভেন্দু মিথ্যে কথা বলছেন, তবে মার খেলে খুশি হতাম: কল্যাণ বন্দ্যোপাধ্যায়

সোমবার হাওড়ার বেলগাছিয়ায় গিয়ে রাজ্য পুলিশের হাতে আক্রান্ত হওয়ার গুরুতর অভিযোগ এনেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুভেন্দু মিথ্যে কথা বলছেন, তবে মার খেলে খুশি হতাম: কল্যাণ বন্দ্যোপাধ্যায়

শুভেন্দু অধিকারী ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 25 March 2025 09:01

দ্য ওয়াল ব্যুরো: সোমবার হাওড়ার বেলগাছিয়ায় গিয়ে রাজ্য পুলিশের হাতে আক্রান্ত হওয়ার গুরুতর অভিযোগ এনেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)

মঙ্গলবার এ ব্যাপারে শুভেন্দুর অভিযোগ খারিজ করে দেওয়ার পাশাপাশি বিরোধী দলনেতাকে তীব্র কটাক্ষও করেছেন তৃণমূলের সাংসদ-আইনজীবী কল্যাণ বন্দ্য়োপাধ্যায় (Kalyan Banerjee)। কল্যাণের কথায়, "শুভেন্দু মিথ্যে কথা বলছেন, তবে মার খেলে খুশি হতাম।"

নিজের দাবির সপক্ষে বড় যুক্তিও খাড়া করেছেন কল্যাণ। তৃণমূলের সাংসদ আইনজীবীর ব্যাখ্যা, "শুভেন্দু কেন্দ্র থেকে জেড ক্যাটাগরির নিরাপত্তা পান। অর্থাৎ ওকে ঘিরে রাখে ৩৫ জনেরও বেশি কেন্দ্রীয় জওয়ান। তা থেকেই তো স্পষ্ট ও রাজ্য পুলিশের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ এনেছেন।"

কল্যাণ এও বলেন, বাজার গরম করার জন্য এসব মিথ্যে কথা বলছেন বিরোধী দলনেতা। এ ব্যাপারে শুভেন্দুর কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। প্রতিক্রিয়া এলে প্রতিবেদনে আপডেট করে দেওয়া হবে।

ঘটনার সূত্রপাত, গত গত কয়েকদিন ধরে পানীয় জলের সঙ্কট হাওড়ার বেলগাছিয়া-সহ বিস্তীর্ণ এলাকায়। সেই সঙ্গে বেশ কিছু বাড়িতে নেমেছে ধস-ফাটলও। সামনে এসেছে ভাগাড়ের আর্বজনা কাণ্ডও। দুর্ভোগের মধ্যে থাকা সেই বাসিন্দাদের সঙ্গে সোমবার দেখা করতে গিয়েছিলেন বিরোধী দলনেতা। সেখানেই রাজ্য পুলিশ তাঁকে বাধা দেয়, শারীরিক হেনস্থাও করে বলে অভিযোগ শুভেন্দু অধিকারীর।

শুভেন্দুর কথায়, "রাজ্য পুলিশ আমার হাত আঁচড়ে দিয়েছে। বাংলার পরিস্থিতি এমনই যে বিরোধী দলনেতাও সুরক্ষিত নন।" এদিন তারই পাল্টা জবাব দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।


ভিডিও স্টোরি