শেষ আপডেট: 25th July 2024 14:46
দ্য ওয়াল ব্যুরো: ফের রাজ্য পুলিশের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হতে চলেছেন শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার দুপুরে টুইট করে নিজেই একথা জানিয়েছেন বিরোধী দলনেতা।
গণতন্ত্র রক্ষার দাবিতে গত ২৩ জুলাই থেকে টানা তিনদিনের ধর্না বিক্ষোভের কর্মসূচি নিয়েছে বিজেপির বীরভূমের রামপুরহাটের নেতৃত্ব। মহকুমাশাসকের অফিসের সামনে চলা ওই দলীয় কর্মসূচিতে বৃহস্পতিবার উপস্থিত থাকার কথা ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
টুইটে শুভেন্দু লিখেছেন, 'নিয়ম মেনে জেলা নেতৃত্ব পুলিশে আবেদন জানানো সত্ত্বেও শেষ মুহূর্তে পুলিশ ওই কর্মসূচির অনুমতি দেয়নি। তাই আইন মেনে আমি ওই কর্মসূচিতে যাচ্ছি না।'
And the saga continues...
— Suvendu Adhikari (@SuvenduWB) July 25, 2024
The concerted efforts of the WB Police and Administration to deny the Democratic Right of the Political Parties and Persons who want to protest against the State Govt, has become the norm in WB.
Today I was supposed to attend a Dharna outside the… pic.twitter.com/PZsy7qkA5S
একই সঙ্গে বিরোধী দলনেতার অভিযোগ, শাসকদলের কর্মসূচির ক্ষেত্রে কোনও বাধা দেওয়া হয় না। কিন্তু সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গেলেই বাধা সৃষ্টি করা বাংলার পুলিশের ডিউটির মধ্যে পরিণত হয়েছে।
এরই প্রতিবাদে তিনি আদালতের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন বিরোধী দলনেতা। শুভেন্দু বলেন, "এটি প্রথমবার নয় এবং শেষবারও হবে না। আমি রামপুরহাটে অনুষ্ঠানটি করার অনুমতি চেয়ে আদালতের কাছে যাব এবং ধর্না সংক্রান্ত আদালতের নির্দেশনা অনুসারে খুব অল্প সময়ের মধ্যে রামপুরহাট পরিদর্শন করব।"
এ ব্যাপারে স্থানীয় পুলিশ বা শাসকদলের নেতৃত্বর কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। প্রতিক্রিয়া এলে প্রতিবেদনে আপডেট করে দেওয়া হবে।