ফাইল ছবি।
শেষ আপডেট: 28 March 2025 14:15
দ্য ওয়াল ব্যুরো: আগামী ৬ এপ্রিল রামনবমী। অতীতে রাম নবমীর দিন (Ram Navami) রাজ্যে একাধিক হিংসার ঘটনা ঘটেছে। এবারেও তার পুনরাবৃত্তি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। একই সঙ্গে দাবি জানালেন, রাষ্ট্রপতি শাসনের।
বিরোধী দলনেতার কথায়, "পরিস্থিতি যে দিকে এগোচ্ছে তাতে রাম নবমীতে বহু জায়গায় মানুষ আক্রান্ত হতে পারেন।"
এ প্রসঙ্গে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়েও বড় প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা। তাঁর মতে, অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী নামানো দরকার। এজন্য রাষ্ট্রপতি শাসনের সপক্ষে সওয়ালও করেছেন তিনি।
শুভেন্দুর কথায়, "দলের কী মত জানি না, তবে আমি ব্যক্তিগত ভাবে মনে করি, বাংলায় অবিলম্বে রাষ্ট্রপতি শাসন জারি করা প্রয়োজন।" শুভেন্দু এও বলেন, "মনিপুরে হলে বাংলায় হবে না কেন?"
প্রসঙ্গত, সম্প্রতি হাওড়া থেকে মাথাবাড়ি, একাধিক জায়গায় আক্রমণের ঘটনা ঘটেছে। দুটি ক্ষেত্রেই এনআইএ তদন্তের দাবিও তুলেছেন বিরোধী দলনেতা।
ইতিমধ্যে মাথাবাড়ির ঘটনায় এনআইএ তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারির। ওই মামলায় বুধবারের মধ্যে এসপি ও ডিএম-কে 'অ্য়াকশন টেকেন' রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের স্পষ্ট বক্তব্য, ঘটনার স্পর্শকাতরতা দেখে মনে হয় রাজ্যের দায়িত্ব নিরাপত্তা সুনিশ্চিত করা।
বৃহস্পতিবার থেকেই উত্তরবঙ্গের সীমান্তবর্তী অঞ্চল মোথাবাড়িতে উত্তেজনা ছড়ায়। ইতিমধ্যে শাসকদল চুপ করে আছে কেন, সেই অভিযোগ তুলে ময়দানে নেমেছে বিজেপি। একটা ছোট্ট এলাকার মধ্যে তৈরি হওয়া অশান্তি রূপ নিয়েছে রাজনৈতিক উত্তেজনার।
বিএসএফ (BSF) সূত্রে খবর, স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে যে মোট ৮৭ জন জওয়ানকে মোথাবাড়ি-সহ আরও বেশ কিছু এলাকায়, যেখানে অশান্তির রেশ ছড়িয়েছে, সেখানে মোতায়েন করা হয়েছে। পাশাপাশি, তাদের সহযোগিতার জন্য পুলিশবাহিনীকেও উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তারই মধ্যে এবার রাষ্ট্রপতি শাসনের দাবি জানালেন বিরোধী দলনেতা।