শেষ আপডেট: 11th March 2025 14:40
দ্য ওয়াল ব্যুরো: সোমবারই দল বদলে তৃণমূলে যোগ দিয়েছেন হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল (Tapasi Mandal)। সেই সূত্রে বিধানসভায় (West Bengal Assembly) বিজেপির বিধায়ক সংখ্যা আরও কমল।
সেই সঙ্গে রাজ্য রাজনীতির অন্দরে গুঞ্জন, দলবদলের তালিকায় নাকি রয়েছেন আরও একাধিক বিজেপি বিধায়ক। সত্যি কি তাই? মঙ্গলবার এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে দলবদলু বিধায়কদের উদ্দেশেই বড় চ্যালেঞ্জ ছুড়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
বিরোধী দলনেতা বলেন, "ভিতরে তো আমরা ৭০। যখন ভোট হয়, উঠে পালিয়ে যায়! মুখ্যমন্ত্রী বলে, মুকুল (রায়) ও তো বিজেপিতে আছে, স্পিকার বলেন, সুমন কাঞ্জিলাল ও তো বিজেপিতে আছে!"
এরপরই দলবদলু বিধায়কদের উদ্দেশে শুভেন্দুর হুঁশিয়ারি, "যদি বাপের বেটা বা বাপের বেটি হোন, বুকের পাটা থাকলে বিধানসভার ভিতরে দাঁড়িয়ে বলুন, আমি তৃণমূল! বাইরে বলবে তৃণমূল, আর ভিতরে বিজেপি!"
২০২১ সালের বিধানসভা ভোটে বাংলা থেকে ৭৭টি আসনে জয়ী হয়েছিল বিজেপি। তবে তার মধ্যে দু'জন সাংসদও বিধানসভা ভোটে জিতেছিলেন। পরে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তাঁরা। অন্যদিকে ফল প্রকাশের কিছুদিনের মধ্যেই দলবদলে তৃণমূলে ফেরেন মুকুল রায়। দফায় দফায় আটজন বিধায়ক দল বদলেছেন। একজন প্রয়াত হন। এবার তাপসী মণ্ডল। যার অর্থ ৭৭ থেকে এই মুহূর্তে বিজেপির বিধাযক সংখ্যা ৬৫ তে নেমে গিয়েছে।
রাজ্য রাজনীতির অন্দরের খবর, তাপসীর পথে হাঁটতে পারেন, এমন অন্তত ৬জন বিধায়ক রয়েছেন। শুভেন্দুর এদিনের হুঁশিয়ারির পর ওই ৬জন বিধায়কের গতিবিধি নিয়ে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে শাসক-বিরোধীর অভ্যন্তরে।