শেষ আপডেট: 19th June 2024 12:38
দ্য ওয়াল ব্যুরো: রবিবারই ভোট পরবর্তী হিংসায় ‘আক্রান্ত’ দের নিয়ে রাজভবনে যান শুভেন্দু অধিকারী। রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সামনে আশান্তির ঘটনা তুলে ধরেন রাজ্যের বিরোধী দলনেতা। এবার আজ বুধবার থেকে 'আক্রান্ত' দলীয় কর্মীদের নিয়ে রাজভবনের সামনে ধর্নায় বসতে চলেছেন শুভেন্দু।
গত অক্টোবর মাসে রাজভবনের সামনে পাঁচ দিন ধর্নায় বসেছিল তৃণমূল। একশো দিনের বকেয়া টাকার দাবিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ধর্নায় দেয় তৃণমূলের নেতা কর্মীরা। কলকাতা পুলিশ শাসক দলকে সেই অনুমতি দিলেও ওই একই জায়গায় ধর্নায় বসতে শুভেন্দুকে ‘শর্তসাপেক্ষে প্রস্তাব’ দিয়েছে। যা 'সম্পূর্ণরূপে পক্ষপাতিত্ব' বলে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। এই নিয়ে বুধবার সকালে এক্স হ্যান্ডলে পোস্ট করেন তিনি।
কলকাতার নগরপাল বিনীত গোয়েলের উদ্দেশে শুভেন্দু লিখেছেন, "আমি আপনার 'শর্তাধীন প্রস্তাব' মানতে পারছি না। এটি সম্পূর্ণ পক্ষপাতিত্ব। আমাদের দেশে দুই দলের জন্য দুটি পৃথক নিয়ম থাকতে পারে না। আপনি অতীতে একই জায়গায় তৃণমূল নেতাদের ধর্নায় বসার অনুমতি দিয়েছেন।" সঙ্গে রাজ্যের প্রশাসন বিজেপি কর্মীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ তুলেছেন তিনি।
I had sought permission from the Commissioner of Police of Kolkata for holding peaceful Dharna or sit-in-demonstration at the same site adjacent to the Raj Bhavan from 19 June 2024 (afternoon onwards) along with the Post Poll Violence Victims, where the Regional TMC Party Leaders… pic.twitter.com/2llQc8Kvev
— Suvendu Adhikari (@SuvenduWB) June 19, 2024
রবিবার রাজ্যপালের সঙ্গে দেখা করার পরই ১৯ তারিখ রাজভবনের সামনে বিকেল ৪টে থেকে ধর্নায় বসার কথা জানিয়েছিলেন শুভেন্দু। বিরোধী দলনেতা জানান, ঠিক যে জায়গায় ধর্নায় বসেছিলেন অভিষেক, সেখানেই আন্দোলনে বসতে চেয়ে তিনি কলকাতার পুলিশ কমিশনারের কাছে আবেদন জানিয়েছেন। এই নিয়ে এক্স হ্যান্ডেলে শুভেন্দু লিখেছেন, কলকাতা পুলিশের কাছ থেকে তিনি প্রথমে কোনও উত্তর পাননি। ফের ১৬ জুন মেল পাঠান। এরপরই শর্তসাপেক্ষে তাঁকে ধর্নায় বসতে অনুমতি দেয় পুলিশ। কিন্তু তা মানতে নারাজ তিনি।
শুভেন্দু সাফ জানিয়েছেন, জয়েন্ট সিপি তাঁকে কোনও ব্যাখ্যা ছাড়াই রাজভবনের সামনে স্থান পরিবর্তন করে ধর্নায় বসতে বলেছেন। কিন্তু তিনি তা মানতে পারবেন না। এদিন বিকেল থেকে তৃণমূলের ধর্নার জায়গাতেই দলীয় কর্মীদের নিয়ে ধর্নায় বসছেন শুভেন্দু অধিকারী। একইসঙ্গে পুলিশের পক্ষপাতিত্বের অভিযোগ নিয়ে তিনি আইনের পথে হাঁটবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।