শেষ আপডেট: 18th February 2025 14:25
দ্য ওয়াল ব্যুরো: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লাগাতার সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য করে বাংলায় অশান্তি পাকাতে চাইছেন বলে মঙ্গলবার বিধানসভার সাংবাদিক বৈঠক থেকে অভিযোগ করেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। স্পিকার এও বলেছেন, শুভেন্দু ক্ষমা চাইলে তাঁর শাস্তির মেয়াদ কমানো হতে পারে।
তবে ক্ষমার ধারে পাশে না গিয়ে এ বিষয়ে পাল্টা সাংবাদিক বৈঠক থেকে স্পিকারের বিরুদ্ধেই বড় অভিযোগ এনেছেন বিরোধী দলনেতা। শুভেন্দুর দাবি, "আমাদের চারজন বিধায়ককে যেভাবে সাসপেন্ড করা হয়েছে তা শুধু অবৈধ নয়, ওরা আমাদের সঙ্গে সার্বিকভাবে হিন্দুদের আস্থাতেও আঘাত এনেছে।"
বিমান বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ছিল, "শুভেন্দু যে ধরনের প্ররোচনামূলক মন্তব্য করে চলেছেন তারপরও বাংলা শান্ত রয়েছে এটাই বড় কথা। এই ধরনের বিবৃতির জন্য মানুষের কাছে ওর ক্ষমা চাওয়া উচিত!"
এ প্রসঙ্গে স্পিকারকে নিশানা করে শুভেন্দু বলেন, "আসলে উনি নিজে ভয় পাচ্ছেন, বারুইপুরে হেরে যাবেন। তাই দাঙ্গা লাগিয়ে উনি চতুর্থবারের জন্য বারুইপুর থেকে জিততে চান। তাই এই ধরনের মন্তব্য করছেন।"
নিজের অভিযোগের সপক্ষে বিরোধী দলনেতার ব্যাখ্যা, "স্পিকারের বিধানসভা এলাকায় বিরাট অংশের মুসলিম ভোট আছে। দুর্নীতির কারণে ওখানকার সংখ্যালঘুরা নিজেদের অধিকার থেকে বঞ্চিত হয়ে তৃণমূল ছেড়ে সিপিএম বা আইএসএফের দিকে ঝুঁকেছে। আর বারুইপুরের হিন্দুরা বিজেপি করছে। ফলে আগামী ভোটে বারুইপুরে লড়াইটা হবে বিজেপি ভার্সেস সিপিএম, আইএসএফ। উনি (বিমান বন্দ্যোপাধ্যায়) বুঝতে পারছেন, আর জিততে পারবেন না। তাই এসব করে দাঙ্গা বাঁধিয়ে ভোট ভাগাভাগি করে জিততে চান।"
এর আগে সাংবাদিক বৈঠক থেকে শুভেন্দুর বিরুদ্ধেই সাম্প্রদায়িক উস্কানি দিয়ে বাংলায় অশান্তির তৈরির চেষ্টার অভিযোগ এনেছিলেন স্পিকার। এখন দেখার শুভেন্দুর প্রতিক্রিয়ার প্রেক্ষিতে স্পিকার কী বলেন।