Date : 9th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
পচা খাবার, অস্বাস্থ্যকর পরিবেশ! শিব সেনা বিধায়কের মারধরের পর লাইসেন্স বাতিল ক্যান্টিনের'মমতার নামে দুর্নীতির মামলা নেই,' দিল্লিতে বৈঠক সেরে সাংবাদিকদের প্রশ্নে বললেন দিলীপহাসিনাকে নিয়ে বিবিসি'র রিপোর্ট অসত্য, বিকৃত, এআই দিয়ে তৈরি, দাবি আওয়ামী লিগেরগুজরাতে সেতু ভেঙে নদীতে পড়ল গাড়ি, মৃত বেড়ে ১১, শোকপ্রকাশ ইউনুসের'২১ জুলাই এখন শহিদ দিবস নয়, হয়ে উঠেছে পিকনিক দিবস,' কটাক্ষ অধীর চৌধুরীর২ বাংলায় কি একই সময় ভোট? বাংলাদেশের প্রধান উপদেষ্টার কথায় জল্পনা, ভালমন্দ নিয়ে চর্চা শুরু এবার ভারতে পরিষেবা দেবে মাস্কের স্টারলিঙ্ক! গ্রামেও মিলবে হাইস্পিড ইন্টারনেটকোচিং নয়, এবার কোর্টের ডাক! কর ফাঁকির অপরাধে কার্লো অ্যান্সেলোত্তিকে হাজতবাসের নির্দেশ ‘স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করলে চুপ থাকব?’, ডাক্তার নিগ্রহের অভিযোগ উঠতেই বিস্ফোরক কাঞ্চনরাজন্যার বিরুদ্ধে সরব বৈশালী, বললেন, ‘উদ্দেশ্যপ্রণোদিত ভাবে দলকে কালিমালিপ্ত করছে’
Purnam Kumar Shaw

'মোদী হ্যায় তো মুমকিন হ্যায়', ভিডিও কলে বিএসএফ জওয়ান পূর্ণমকে বললেন শুভেন্দু

বাড়ির পথে যেতে যেতে গাড়ি ঘিরে থাকা সংবাদমাধ্যমকে পূর্ণম বলেছিলেন, 'জওয়ানদের কখনও ভয় পেতে নেই। ভারত আগে ছিল, আগেই থাকবে।' 

'মোদী হ্যায় তো মুমকিন হ্যায়', ভিডিও কলে বিএসএফ জওয়ান পূর্ণমকে বললেন শুভেন্দু

পূর্ণমের সঙ্গে ভিডিও কলে কথা বলছেন শুভেন্দু

শেষ আপডেট: 24 May 2025 14:39

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার সন্ধেয় নিজের বাড়িতে ফিরেছেন ২৩ দিন পাকিস্তানের হাতে বন্দি থাকা বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ (Purnam Kumar Shaw)। তাঁর ফিরে আসাকে উৎসবের মতো উদযাপন করছেন রিষড়ার (Rishra) বাসিন্দারা। এখনও তাঁর বাড়িতে পাড়া-পড়শির ঢল। এরই মধ্যে শনিবার বিএসএফ জওয়ানের সঙ্গে ভিডিও কলে (Video Call) কথা বলেন রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পূর্ণমকে তিনি আশ্বাস দিয়ে বলেন, 'মোদী হ্যায় তো মুমকিন হ্যায়'।

বাড়ির পথে যেতে যেতে গাড়ি ঘিরে থাকা সংবাদমাধ্যমকে পূর্ণম বলেছিলেন, 'জওয়ানদের কখনও ভয় পেতে নেই। ভারত আগে ছিল, আগেই থাকবে।' সেই মেজাজ বজায় রেখেই তিনি এও বলেন, তাঁর মনে হয়েছে এটাই দ্বিতীয় জন্ম। আর দেশবাসী তাঁর জন্য যে প্রার্থনা করেছে এর জন্য তিনি কৃতজ্ঞ। শনিবার ভিডিও কলে শুভেন্দুকেও এই বিষয়টি জানান পূর্ণম। বলেন, ''আমি যে আবার আমার বাবা-মার কাছে ফিরে এসেছি তার জন্য আপনাদের ধন্যবাদ। সারা দেশ আমার জন্য প্রার্থনা করেছে আমি জানি।'' এর জবাবে শুভেন্দু বলেন, ''আপনাকে ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী অনেক পরিশ্রম করেছেন।''

নরেন্দ্র মোদীর প্রশংসা করে পূর্ণম সাউ এও বলেন, ''মোদীজি যতদিন প্রধানমন্ত্রী রয়েছেন ততদিন দেশের দিকে কেউ বাঁকা চোখে তাকাতে পারবে না।'' এই পরিপ্রেক্ষিতেই শুভেন্দুর প্রতিক্রিয়া, ''মোদী হ্যায় তো মুমকিন হ্যায়।'' তবে পূর্ণম কবে থেকে ফের ক্যাম্পে যোগ দেবেন সে বিষয়ে এখনও নিশ্চয়তা নেই। শুভেন্দুও এই ব্যাপারে পূর্ণমকে জিজ্ঞাসা করেন, তবে তিনি সঠিকভাবে বলতে পারেননি।

পূর্ণম ইতিমধ্যেই জানিয়েছেন, পাকিস্তানে বন্দি হয়ে ১০ দিন থাকার পর ভারতে ফেরার আশা একরকম ছেড়েই দিয়েছিলেন। এমনকী জানতেও পারেননি অপারেশান সিঁদুর কখন হয়েছে। এখন আর সে সব নিয়ে ভাবতে চান না। যা ভাগ্যে ছিল তাই হয়েছে বলেই বোঝাচ্ছেন নিজেকে। তবে এটাও স্পষ্ট করেছেন যে, তাঁর ভাগ্যে যা ছিল তা ঘটে গেছে। তিনি আর কিছু মনে করতে চান না। মনে করিয়ে দেন, তাঁরা যখন সেনার ট্রেনিং নেন তখন তাঁদের বলাই হয় ভয় পেলে হবে না। তাই তাঁরা ভয় পান না। 


ভিডিও স্টোরি