শেষ আপডেট: 11th April 2025 20:07
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের বারবার পুলিশের (West Bengal Police) আক্রান্ত হওয়ার ঘটনা ঘটছে। কিছুদিন আগে জঙ্গিপুরে এমন ঘটনা ঘটেছে। এদিকে শুক্রবার সকালে হুগলির চাঁপদানীতে পুলিশের ওপর আক্রমণ করে এক গোষ্ঠী। দুপুরে আবার আমতলায় পুলিশ আক্রান্ত হয়। পরপর এমন ঘটনার তীব্র সমালোচনা করে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ফের একবার বাংলাদেশ প্রসঙ্গ টানলেন। কটাক্ষ করলেন রাজ্য সরকার এবং পুলিশকেও।
বাংলাদেশে হিংসার পরিস্থিতি নিয়ে সরব হয়েছিলেন শুভেন্দুরা। সেই সময় পশ্চিমবঙ্গকে বাংলাদেশের সঙ্গে তুলনা করতে ছাড়েননি। এবার বিজেপি বিধায়ক এক ধাপ এগিয়ে বললেন, পশ্চিমবঙ্গের অবস্থা বাংলাদেশের থেকেও খারাপ হয়ে গেছে! উদাহরণ হিসেবে টানলেন চাঁপদানী, আমতলার ঘটনাকে। ঠিক কী বললেন রাজ্যের বিরোধী দলনেতা?
সাংবাদিক বৈঠক করে শুভেন্দু দাবি করেন, 'দুপুর আড়াইটের পর থেকেই রাজ্যে বেশিরভাগ জায়গায় জঙ্গিপুর কায়দায় হামলার ঘটনা ঘটেছে। মুর্শিদাবাদ থেকে শুরু করে হুগলি, আমতলা সব জায়গায় একই রকম ঘটনার সম্মুখীন হয়েছেন মানুষ। পুলিশও আক্রান্ত। এটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সরকারের ব্যর্থতা।' শুভেন্দুর দাবি, বেছে বেছে হিন্দুদের ওপরই আক্রমণ করা হয়েছে।
এদিন দক্ষিণ ২৪ পরগনার আমতলায় ভাঙচুর চালানো হয় পুলিশের গাড়িতে। কয়েকজন পুলিশ কর্মী আহতও হয়েছে। স্থানীয় সূত্রের খবর, ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে এদিন এলাকায় মিছিল করছিল একটি গোষ্ঠী। নিরাপত্তা দেখভালের জন্য রাস্তার ধারে দাঁড়িয়ে ছিলেন পুলিশের কর্মীরাও। অভিযোগ, মিছিল থেকে আচমকা পুলিশের গাড়িতে আক্রমণ চালানো হয়। শুভেন্দুর খোঁচা, 'ডায়মন্ড হারবার মডেল, যিনি ৭ লক্ষ ভোটে জিতেছেন, তাঁর এলাকায় পুলিশ আক্রান্ত।' কাকে নিশানা করেছেন তিনি, তা বলার অপেক্ষা রাখে না।
গত কয়েকদিনের মতো এদিনও ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে উত্তপ্ত হয় মুর্শিদাবাদ। তার জেরে বিভিন্ন রেল স্টেশনে দাঁড়িয়ে থাকে একাধিক ট্রেন। দফায় দফায় চলে বিক্ষোভ। ফলে পুলিশ টিয়ার গ্যাসের সেল ফাটাতে বাধ্য হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় কেন্দ্রীয় বাহিনী। ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে জঙ্গিপুর মহকুমার বিভিন্ন রেল স্টেশনে আরপিএফ মোতায়েন করা হয়েছে।
হুগলির চাঁপদানীতেও পুলিশের ওপর আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ। উত্তেজনা থাকায় দুটি এলাকাতেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পর পর পুলিশের ওপর আক্রমণের ঘটনায় শোরগোল ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।