শেষ আপডেট: 7th February 2025 22:25
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার নদিয়ার বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তাতে মৃত্যু হয়েছে ৪ জনের। ইতিমধ্যে নবান্ন ক্ষতিপূরণের ঘোষণাও করেছে। এদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ঘটনায় কড়া আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে। তাঁর মন্তব্য, সরকার শুধু সবুজ বাজির কথা বলে নজর ঘোরানোর জন্য। কিন্তু বারবার এমন ঘটনাই ঘটছে রাজ্যে।
সোশ্যাল মিডিয়ায় ঘটনার সমালোচনা করে কার্যত স্মৃতিচারণ করেছেন বিজেপি বিধায়ক। মনে করিয়েছেন রাজ্য সরকার কবে সবুজ বাজির কারখানার কথা ঘোষণা করেছিল। শুভেন্দু লিখেছেন, ২০২৩ সালের মে মাসে বজবজের এগরায় বাজি কারখানার বিস্ফোরণের ঘটনার পর সবুজ বাজির কারখানা তৈরি হবে বলে ঘোষণা করেছিল রাজ্য। মুখ্যমন্ত্রী তৎকালীন মুখ্যসচিবের নেতৃত্বে কমিটি গঠন করেছিলেন। জুন মাসে ঘোষণা করা হয়েছিল, রাজ্যে ১৮টি এমন কারখান তৈরি হবে আর সরকার ৯০ শতাংশ খরচ বহন করবে।
এরপরই শুভেন্দু কল্যাণীর ঘটনার কথা উল্লেখ করেন। বলেন, দেখতে দেখতে এতদিন পর শুক্রবার আবার রাজ্যে বাজি কারখানার বিস্ফোরণ এবং মানুষের মৃত্যু। তাঁর কথায়, ''এতদিনেও কিছু বদলায়নি। আর রাজ্য সরকার বারবার সবুজ বাজি কারখানার কথা বলে নজর ঘোরানোর চেষ্টা করে। কিছুদিন পর আবার সব শান্ত হয়ে যাবে।'' প্রসঙ্গত, নবান্ন এই ঘটনায় মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছে।
May 2023 - Days after consecutive blasts at illegal firecrackers factories (crude bomb making units) at Egra, Budge Budge & other places in WB, which left many people including women and children dead, the West Bengal Government announced that "Clusters of Green Firecracker… pic.twitter.com/0z761EL5w9
— Suvendu Adhikari (@SuvenduWB) February 7, 2025
শুক্রবার দুপুরে রথতলায় বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় যে চার জনের মৃত্যু হয়েছে তাঁদের নাম বাসন্তী চৌধুরী, অঞ্জলি বিশ্বাস, রুমা সোনার এবং দুর্গা সাহা। এক মহিলা গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর নাম উজ্জ্বলা ভুঁইয়া। পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে ওই দোকানে আতসবাজি বিক্রির অনুমতি ছিল ঠিকই। কিন্তু দোকানের আড়ালেই অবৈধ ভাবে বাজির কারখানা চলত। এদিকে স্থানীয় সূত্রে খবর বিস্ফোরণে জখম হয়েছেন দোকানের মালিক খোকন বিশ্বাসও। তিনি আবার হাসপাতালে না গিয়ে পালিয়েছেন।