শেষ আপডেট: 23rd March 2025 16:29
দ্য ওয়াল ব্যুরো: নন্দীগ্রাম আর ভবানীপুর, রাজ্য়ের ২৯৪টি বিধানসভা কেন্দ্রের মধ্য়ে অন্যতম দুটো কেন্দ্র। কথায় কথায় বিরোধী দলনেতার মুখে হামেশাই শোনা যাচ্ছে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) হারানোর হুংকার। তমলুকের পর এবার হলদিয়ার (Haldia) পথসভা থেকেও পারদ চড়ালেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
ক্ষুদিরাম স্কোয়ার থেকে দুর্গাচক পর্যন্ত মিছিল সেরে শুভেন্দু নিউ মার্কেটের সভামঞ্চ থেকে জানিয়ে দিলেন, "দিল্লি থেকে ঝাঁটা (AAP) গেছে, বাংলা থেকে তৃণমূলকেও (Trinamool) ঝেঁটিয়ে বিদায় করতে হবে। আর যদি পুলিশ দিয়ে, র্যাগিং করে তৃণমূল এদিক ওদিক করে জিতে যায়, তাহলে বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই রকমই এখানেও দশা হবে।"
হাইকোর্টের অনুমতি নিয়ে এদিনের প্রতিবাদসভা থেকে বিরোধী দলনেতা বলেন, "এই রাজাকারদের সরকার বিধানসভায় বিরোধী দলনেতাকে বাইরে রেখে দু'খানা অবৈধ বিল পাশ করিয়েছে। পাশ করানো হয়েছে শিল্প বিল। মমতা বন্দ্যোপাধ্যায় ২ কোটি ১৫ লক্ষ বেকার তৈরি করেছেন। বাংলায় তোষণের রাজনীতি চলছে। মুসলিম লিগ ২ সরকার এটা।"
হিন্দুত্বের কথা মনে করিয়ে দিয়ে তাঁর বক্তব্য, "প্রয়াগরাজে ৬৬ কোটি হিন্দু গেছেন। পুণ্যস্নান করেছেন। আর এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মৃত্যুকুম্ভ। মহাকুম্ভের পুণ্যস্নানে ভয় পেয়েছে হিন্দু বিরোধী তৃণমূল। কারণ হিন্দুরা এক হয়েছে। আগামী বিধানসভা নির্বাচনেও এককাট্টা হতে হবে। জাত-পাত ভুলে গিয়ে এই মুসলিম লিগ ২ সরকারকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে।"
পুলিশের অনুমতি না পেয়ে পূর্ব মেদিনীপুরের বন্দরশহর তথা শিল্পনগরীতে আজকে শুভেন্দুর মিছিল এবং সভার অনুমতি দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল ১০ মার্চ দল ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন বেশ কয়েকদিন হল। তারপর থেকেই হলদিয়ায় একের পর এক রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা। তাপসীর দলত্যাগের দিন দুয়েকের মধ্যেই তিনি হলদিয়ায় গিয়ে ১৩ মার্চ কর্মিসভা করেছেন। আজ হলদিয়ায় মিছিল আর পথসভাও করলেন শুভেন্দু।