শেষ আপডেট: 1st August 2024 16:52
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার বিধানসভায় ন্যায় সংহিতার বিরোধিতা করে প্রস্তাব দিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। তবে আলোচনায় অংশ নিয়ে এই প্রস্তাবকে গুরুত্বই দিতে চাননি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বরং তিনি পাল্টা বলেন, আগে সরকার লাভ জিহাদ, অনুপ্রবেশের বিরুদ্ধে এবং সেভ বেঙ্গলের জন্য প্রস্তাব আনুক। তাহলে তাঁরা সমর্থন করবেন।
বিধানসভায় বৃহস্পতিবার আরও এক দাবি করেছে বিজেপি। রাজ্যে অস্থায়ী, ঠিকা, চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের ক্ষেত্রেও সংবিধান মেনে তফসিলি জাতি, জনজাতি, অনগ্রসর শ্রেণি, শারীরিক ভাবে অক্ষমদের জন্য আসন সংরক্ষণের দাবি তুলেছেন শুভেন্দু অধিকারীরা। সম্প্রতি অস্থায়ী পদে ৬ হাজার ৬০০ কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের পঞ্চায়েত দফতর। কিন্তু বিজেপির অভিযোগ, যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, তাতে সংরক্ষণের কোনও উল্লেখ নেই।
পরবর্তী সময়ে বিধানসভার বাইরে আম্বেদকর মূর্তির পাদদেশে দাঁড়িয়ে উত্তরবঙ্গের বঞ্চনার ইস্যুতে সরব হন শুভেন্দুরা। শঙ্কর ঘোষ সহ একাধিক বিধায়কদের পাশে নিয়ে শুভেন্দু বলেন, ''উত্তরবঙ্গের যন্ত্রণা এবং বঞ্চনা একেবারে স্বীকৃত। কেন্দ্রীয় সরকার এবং খোদ উত্তরবঙ্গের মানুষ উন্নয়ন চাইলেও মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকার জমি দিতে চান না। এমনকী ২৯টি রেল প্রকল্পের জন্যও জমি দেননি মমতা বন্দ্যোপাধ্যায়।'' শুভেন্দুর আরও অভিযোগ, উত্তরবঙ্গের মানুষকে ২০১১ সাল বা ২০১৬ সালের আগে যে যে প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী তা পূরণ করেননি। সচিবালয় হবে বলেছিলেন, তাও হয়নি। বরং এখন সেটি ভূতের আখরা হয়েছে।
সচিবালয়ের প্রসঙ্গ ছাড়াও গঙ্গার ভাঙন, পরিযায়ী শ্রমিকের ইস্যুতেও সুর চড়ান শুভেন্দু। তাঁর দাবি, উত্তরবঙ্গের বহু মানুষ আজ পেটের টানে উত্তর-পূর্বের একাধিক রাজ্য যাচ্ছে। এইসব অভিযোগ তুলে বিজেপি মূল দাবি, উত্তরবঙ্গের মানুষের সঙ্গে উন্নয়ন নিয়ে ছেলেখেলা বন্ধ করতে হবে সরকারকে। এক্ষেত্রে শুভেন্দুর হুঁশিয়ারি, এখন থেকে পদক্ষেপ না নেওয়া হলে উত্তরবঙ্গের উন্নয়ন ইস্যুতে আরও জোরদার আন্দোলনের রাস্তায় নামবে বিজেপি।