শেষ আপডেট: 18th February 2025 19:47
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'মহাকুম্ভ এখন মৃত্যুকুম্ভ হয়ে গেছে।' তাঁর এই মন্তব্যের তীব্র বিরোধিতা করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, মহাকুম্ভকে অপমান করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই অপমান ভারতবাসী মেনে নেবে না।
মহাকুম্ভে একাধিকবার আগুন লেগেছে। পদপিষ্টের ঘটনায় ৩০ জনের মৃত্যুও হয়েছে। যদিও মৃতের সংখ্যা নিয়ে নানা জল্পনা আছে। এই নিয়ে মমতা আগেই দাবি করেছিলেন, ঠিক কতজন মারা গেছেন তা কেউই জানে না। উত্তরপ্রদেশ প্রশাসন সত্যি লুকিয়েছে। মঙ্গলবার বিধানসভায় দাঁড়িয়ে মমতা বলেন, 'বলছে নাকি ৩০ জন মারা গিয়েছে? কত ? হাজার হাজার। পবিত্র জল এখন বিষাক্ত হয়ে গিয়েছে। মৃতদেহ নিয়ে যারা হাইপ তুলছেন আর কোটি কোটি টাকা কামাচ্ছেন তাদের আমি ঘৃণা করি।'
শুভেন্দু এই ইস্যুতে মমতাকে পাল্টা দিয়ে বলেন, ''১৪৪ বছর পর এই যোগ এসেছে। ইতিমধ্যে ৪০ কোটি হিন্দু পুণ্যস্নান করেছেন। আরও ১০ কোটি মানুষ স্নান করবেন বলে আশা। আর এমন মহাকুম্ভকে মৃত্যুকম্ভ বলেছেন! মেলা ধর্মের জন্য নয়, টাকা রোজগারের জন্য, এ কথাও বলেছেন। এটা বড় অপরাধ, এটা ক্ষমার অযোগ্য। আপনার এই মন্তব্যের খেসারত আপনাকে দিতে হবে। মহাকুম্ভের অপমান ভারতবাসী সহ্য করবে না। গণতান্ত্রিকভাবে শিক্ষা পাবেন আপনি।''
মমতার বিরুদ্ধে তোষণের রাজনীতি করার অভিযোগ নতুন নয়। এদিনও একই অভিযোগ তুলেছেন শুভেন্দু। বিধানসভায় তারই পাল্টা দিয়েছেন মমতাও। তিনি হুঁশিয়ারির সুরে নাম না করে শুভেন্দুর উদ্দেশে প্রশ্ন করেন, “যাদের বিরুদ্ধে এত বাজে কথা বলছেন, তারা যদি একটা আন্দোলন এর ডাক দেয়, সামলাতে পারবেন তো?" পরে সাংবাদিক বৈঠকে শুভেন্দু এই ইস্যুতে মুখ খোলেন। বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছেন তাতে 'পার্মানেন্ট ড্যামেজ' হয়ে গেছে।
Shameful, Condemnable & Disrespectful
— Suvendu Adhikari (@SuvenduWB) February 18, 2025
West Bengal CM Mamata Banerjee states that, "This is 'Mrityu Kumbh' & not Maha Kumbh".
She doesn't have an idea regarding the Holy Maha Kumbh event which is happening after 144 years. Neither does she respects Hindu Traditions nor does she… pic.twitter.com/3UC2zwzfEN
কেন এমন কথা বলেছেন শুভেন্দু, তার ব্যাখ্যাও দিয়েছেন। তাঁর কথায়, দিনের পর দিন বাংলায় আনসারুল্লা বাংলা মুর্শিদাবাদে মাদ্রাসা চালিয়ে গেছে, রাজ্য পুলিশ, এসটিএফ ধরেনি। ক্যানিংয়ে আরডিএক্স বানানো হচ্ছে, পুলিশ ধরছে না। এদিকে এমন ভাষায় রাজ্যের বিরোধী দলনেতাকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশমন্ত্রী এবং শাসক দলের সুপ্রিমো হিসেবে এইসব প্রশ্নের উত্তর দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে।
কয়েক সপ্তাহ আগে অসম পুলিশ বাংলায় এসে বাংলাদেশি একাধিক জঙ্গিকে গ্রেফতার করেছে। কেন রাজ্যের পুলিশ তাদের ধরতে পারেনি সেই প্রশ্নও তুলেছেন শুভেন্দু। তাঁর অভিযোগ, বাংলায় জঙ্গিদের বাড়বাড়ন্ত হয়েছে মুখ্যমন্ত্রীর জন্যই। মঙ্গলবার বিধানসভা থেকে এ ব্যাপারে কড়া প্রতিক্রিয়াও দিয়েছেন মমতা। শুভেন্দুর বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে চিঠি লিখবেন বলে জানিয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রী এও বলেন, "আমাকে শুনতে হবে যে জম্মু কাশ্মীরের জঙ্গিদের সঙ্গে আমার সম্পর্ক? বাংলাদেশের জঙ্গিদের সঙ্গে থাকি? আমি প্রধানমন্ত্রীকে চিঠি লিখে জানাব, যে যদি টেরোরিস্টদের সঙ্গে আমার কোনও সম্পর্ক প্রমাণ করতে পারেন তাহলে আমি মুখ্যমন্ত্রীর চেয়ার ছেড়ে চলে যাব।" এরপরই ধর্মের নামে রাজনীতি করার অভিযোগে বিজেপিকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী।