Date : 14th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
চপ-সিঙ্গারা-জিলিপির পাশে সিগারেটের মতোই সতর্কবার্তা, নাগপুর থেকে প্রচার শুরু এইমসেরএসএসসি-র সময়সীমা বাড়ল, তবু উপেক্ষিত স্পেশাল বি.এড প্রার্থীরা, ফের মামলা হাইকোর্টেস্বামী-স্ত্রীর গোপনে রেকর্ড করা ফোনালাপ, ডিভোর্স মামলায় গ্রহণযোগ্য সাক্ষ্যপ্রমাণ: সুপ্রিম কোর্টঝাড়গ্রামের জঙ্গল ফিরিয়ে আনছে প্রাণ, বাড়ছে হাতি-নেকড়ে-হরিণ, বনবিভাগে স্বস্তির হাওয়াEng vs Ind: চতুর্থ ইনিংসে ঋষভ পন্থের গড় ৫২, জাদেজা-সুন্দরদের পরিসংখ্যান কিন্তু ভীতিকরদু’বার বদলানো হয়েছিল ফুয়েল কন্ট্রোল ইউনিট, তাও ড্রিমলাইনার ভেঙে পড়ল কেন, উঠছে প্রশ্ন'ওরাই দেশটা শেষ করেছে!' কানাডায় আবর্জনা ফেলার ভিডিও ভাইরাল হতেই সমালোচনার মুখে ভারতীয়রানিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড রদ একপ্রকার অসম্ভব, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র১৮ জুলাই মোদীর সভায় আমন্ত্রিত দিলীপ, শমীকের হাত ধরে মঞ্চে ফিরছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিসোনার গয়না বা রুপোর বাসন বন্ধক রেখে কী আর ঋণ নেওয়া যাবে না? নতুন ব্যাখ্যা রিজার্ভ ব্যাঙ্কের
Suvendu Adhikari

তৃণমূলের মহিলারাও সুরক্ষিত নন, দাবি শুভেন্দুর! তুললেন 'কন্যা বাঁচাও, মমতা হটাও' স্লোগান

বগটুই থেকে শুরু করে কাটোয়া, মুর্শিদাবাদ থেকে শুরু করে কসবা... এই সব ঘটনার প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তুলোধনা করেন শুভেন্দু অধিকারী। 

তৃণমূলের মহিলারাও সুরক্ষিত নন, দাবি শুভেন্দুর! তুললেন 'কন্যা বাঁচাও, মমতা হটাও' স্লোগান

শুভেন্দু অধিকারী

শেষ আপডেট: 1 July 2025 14:28

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে পরপর ধর্ষণ, গণধর্ষণ, নারী হত্যার ঘটনা ঘটছে। বিগত কয়েক বছরে এমন কতকগুলি ঘটনার উদাহরণ টেনে এনে শাসক দল তৃণমূল কংগ্রেসকে (TMC) নিশানায় নিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর বক্তব্য, শেষ ৪-৫ বছর ধরে লাগাতার নারী নির্যাতনের ঘটনা ঘটছে এই সরকারের প্রশ্রয়েই।

বগটুই থেকে শুরু করে কাটোয়া, মুর্শিদাবাদ থেকে শুরু করে কসবা... এই সব ঘটনার প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারকে তুলোধনা করেন শুভেন্দু অধিকারী। বলেন, সংখ্যালঘু তোষণ করতে করতে আইন-শৃঙ্খলা জলাঞ্জলি দিয়েছে এই সরকার। শুভেন্দুর দাবি, ''এই রাজ্যে নারী খুন, নির্যাতনের শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পার্কস্ট্রিট, কামদুনি থেকে শুরু করে আরও সব ঘটনার কথা সবাই জানেন। এরপরও থামেনি। একটার পর একটা ঘটনা ঘটেছে রাজ্যে।''

শুভেন্দুর কথায় উঠে আসে আরজি কর হাসপাতাল, কালীগঞ্জ, কসবার (Kasba Law College Incident) ঘটনার কথা। বিজেপি বিধায়ক এই পরিপ্রেক্ষিতে বলেন, ''গোটা রাজ্যে কোনও বোন, দিদি, মা, কন্যা সুরক্ষিত নন। এমনকী তৃণমূলের মহিলারাও সুরক্ষিত নন। জেহাদি-ধর্ষকদের হাত থেকে তাঁদেরও নিষ্কৃতি নেই। তাই আমরা আওয়াজ তুলেছি, তুলব।'' এই বলে স্লোগান দেন তিনি, 'কন্যা বাঁচাও, মমতা হটাও।'

তমলুকের ময়না বাজারে 'কন্যা সুরক্ষা যাত্রা'য় অংশ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বর্তমান অবস্থা কেন এমন, সেটারও ব্যাখ্যা দেন তিনি। বলেন, ''সব জায়গায় তৃণমূল। পুলিশ মানে তৃণমূল। আসলে বাংলার লজ্জার নাম মমতা। তিনি কখনই গর্ব নন। তাই তাঁকে সরালে সব ঠিক হয়ে যাবে।'' কসবা কাণ্ড নিয়ে সরব হয়ে আগেও মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চেয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। তমলুকের সভা থেকে ফের একবার সেই দাবি তুললেন তিনি।

প্রসঙ্গত, কসবা ধর্ষণকাণ্ডে শুভেন্দু অধিকারীকে মিছিলের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে মিছিলের ক্ষেত্রে বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে। আদালত এও জানিয়েছে, শর্তভঙ্গ হলে প্রশাসন উপযুক্ত পদক্ষেপ নেবে।


ভিডিও স্টোরি