শেষ আপডেট: 27th August 2024 13:15
দ্য ওয়াল ব্যুরো: আরজি করের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার নবান্ন অভিযান করেছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। তবে এদিন সকালেই চার ছাত্রের নিখোঁজ হয়ে যাওয়ার খবর রটে যায়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ওই চারজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ওই চার ছাত্রের দায়িত্ব তিনি নেবেন। তাঁদের ছাড়ানো এবং আইনি সাহায্য তিনি করবেন।
মঙ্গলবার সকালেই শুভেন্দু অধিকারী এক্স-হ্যান্ডেলে অভিযোগ করেছিলেন, হাওড়া স্টেশনে নিখোঁজ হয়ে গিয়েছেন চার ছাত্র। তাঁদের নাম শুভজিৎ ঘোষ, পুলকেশ পণ্ডিত, গৌতম সেনাপতি ও প্রীতম সরকার। সোমবার রাতে সেখানেই তাঁরা স্বেচ্ছাসেবকদের খাবার দিচ্ছিলেন। এই নিখোঁজ হওয়ার খবর প্রকাশ্যে আসতেই হইচই শুরু হয়। তবে শুভেন্দু দাবি খারিজ করে কলকাতা পুলিশ জানায়, তাঁদের সকলকেই গ্রেফতার করা হয়েছে। তারপরই শুভেন্দু জানালেন ওই চার ছাত্রের দায়িত্ব নেওয়ার কথা।
রাজ্যের বিরোধী নেতার আশ্বাস, যাঁদের গ্রেফতার করা হয়েছে তাঁদের ছাড়ানোর দায়িত্ব তাঁর। পাশাপাশি যে আইনি খরচ লাগবে তাও বহন করবেন তিনি। প্রথম থেকে অবশ্য এই নবান্ন অভিযানকে বাইরে থেকে সমর্থন করার কথা জানিয়েছিলেন শুভেন্দু অধিকারীরা। তবে এখন ওই চার ছাত্রনেতাকে গ্রেফতার করার পর সরাসরি তাঁদের পাশে দাঁড়ালেন তিনি। একই সঙ্গে শুভেন্দু এও হুঁশিয়ারি দিয়েছেন, যদি কোনও আন্দোলনকারীকে পুলিশ মারে তাহলে তিনি পথে নামবেন, দরকার পড়লে অবরোধে বসবেন।
এই নিখোঁজ হয়ে যাওয়ার খবর ছড়ানোর জন্য শুভেন্দু অধিকারীর সমালোচনা করেছিল পুলিশও। তাঁরা জানায়, এক রাজনৈতিক নেতা টুইট করে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করেছেন। কেউ নিখোঁজ নন। ওই চার জন নবান্ন অভিযানে ব্যাপক হিংসা ছড়ানোর পরিকল্পনা করেছিলেন, এমন অকাট্য প্রমাণ রয়েছে তাঁদের হাতে। খুন ও খুনের চেষ্টার চক্রান্ত করছিলেন ওঁরা। ওই চার ছাত্রের বিরুদ্ধে সেই অভিযোগই দায়ের করেছেন তাঁরা। তাঁদের পরিবারকেও এই গ্রেফতারির খবর জানিয়ে দেওয়া হয়েছে।