শেষ আপডেট: 17th February 2025 14:38
দ্য ওয়াল ব্যুরো: গত মাসেই বিধানসভায় কমিটি বৈঠকে যোগ দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলের সংগঠন পরিচালনা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সুকান্ত মজুমদারের এলাকার বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়। এবার তাঁর নিজেরই দলের ব্যাপারে তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ করলেন সত্যেন। বোঝালেন, বিজেপি-তে বিধায়কদের সিদ্ধান্তের কোনও মূল্য নেই। যদিও এ ব্যাপারে দায় ঝেরেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
রোববার গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। যেখানে তিনি লেখেন, "৪১ নং গঙ্গারামপুর বিধানসভার আজকে মণ্ডল সভাপতিদের নাম ঘোষণা করা হল। দেখলাম নির্বাচিত বিধায়কদের দলে কোনও মূল্য নেই। আমি দেখলাম করদহ, ভিকাহার-এর মণ্ডল সভাপতিকে আমি চিনিও না, জানিও না।"
তিনি আরও লেখেন, "আমার দল সবাই জানে আমি শুধু বিধায়ক নই, একজন সংগঠক দলের। দলের অত্যন্ত পুরনো সংগঠকদের নাম দিয়েছিলাম মণ্ডল সভাপতি হিসাবে। কিন্তু দুর্ভাগ্য ডিআরডিও এবং জেলা সভাপতি, যে আমাকে গত বিধানসভায় হারানোর চেষ্টা করেছিল, তার কথায় সভাপতি করেছে। কারণ তারা আগামী নির্বাচনে হারানোর চেষ্টা করবে। আমি ভীষণভাবে দুঃখিত ও সিদ্ধান্তকে ধিক্কার জানাচ্ছি। আশা করি দল নির্বাচন জয়ের স্বার্থে বিবেচনা করবে।"
অর্থাৎ ঠারেঠোরে সত্যেন এটাই বুঝিয়ে দিলেন যাঁর অঙ্গুলিহেলনে মণ্ডল সভাপতি নির্বাচিত করা হয়েছে, তিনি সত্যেন রায়কে তথা বিজেপিকে হারাতে চান। যদিও এ ব্যাপারে দায় নিতে নারাজ শুভেন্দু অধিকারী। তিনি এদিন বিধানসভা থেকে বেরিয়ে জানান, "আমি অর্গানাইজেশন দেখি না, কিছু বলতে পারব না। উনি অ্যাসেম্বলির বিধায়ক। বাইরের দায়িত্ব তো আমার নয়। ওখানে জেলা প্রেসিডেন্ট আছে, রাজ্য সভাপতি আছে। সংগঠনের দায়িত্বে যাঁরা আছেন, সবটাই ওঁরা দেখবেন। এখানে আমি কিছু বলতে পারি না।"
২০২১ সালের আগে সত্যেন্দ্রনাথ রায় তৃণমূলে ছিলেন। পরে বিজেপিতে আসেন। ওয়াকিবহাল মহলের অনেকেই বলাবলি করছেন, এখন পদ্মপার্টিতে তাঁর মোহভঙ্গ হতে শুরু করেছে। যে কারণে বারবার বেফাঁস মন্তব্য করে ফেলছেন তিনি।