শেষ আপডেট: 18th October 2024 12:04
দ্য ওয়াল ব্যুরো: উলুবেড়িয়ায় বিজেপির মিছিলে অনুমতি দিচ্ছে না পুলিশ। এমন অভিযোগ তুলেই শুক্রবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এদিন হাইকোর্টে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে শুভেন্দুর দাবি, উলুবেড়িয়ায় আগামী সোমবার অর্থাৎ ২১ অক্টোবর মিছিলের অনুমতি তাঁদের কোনওমতেই দেওয়া হচ্ছে না।
সূত্রের খবর, বিরোধী দলনেতাকে মামলার অনুমতি দিয়েছে হাইকোর্টের পুজো অবকাশকালীন বিশেষ বেঞ্চ। দুপুর দুটোয় মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।
শুক্রবার বিকেলেই সিঙ্গুরে মৌন মিছিল করার কথা রয়েছে বিজেপির। রতন টাটার প্রয়াণের পর শ্রদ্ধা জানাতে এদিন তাঁর ছবি নিয়ে মিছিলের পরিকল্পনা রয়েছে গেরুয়া শিবিরের। সিঙ্গুর আন্দোলনের কথা মনে করিয়ে রাজ্য থেকে টাটাকে জোর করে তাড়িয়ে দেওয়ার পিছনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘জঘন্য রাজনীতিকে’ কাঠগড়ায় তুলেছেন বিরোধী দলনেতা।
আরজি কর কাণ্ডে সুবিচারের দাবিতে রাজ্যের উপর লাগাতার চাপ বাড়াচ্ছে বিজেপি। কখনও দলীয় পতাকা হাতে বা কখনো নাগরিক সমাজের নামে মিছিলের আয়োজন করেছেন শুভেন্দু। এবার ২১ অক্টোবর উলুবেড়িয়ায় মিছিল করতে চেয়ে হাইকোর্টে গেলেন বিরোধী দলনেতা।