শেষ আপডেট: 5th March 2025 15:26
দ্য ওয়াল ব্যুরো: বছর ঘুরলেই রাজ্যের বিধানসভা ভোট। ভুয়ো ভোটার ইস্যুতে ইতিমধ্যে সরগরম রাজ্য রাজনীতি।
সেদিকে লক্ষ্য রেখে কয়েকদিন আগেই নেতাজি ইনডোরের সভা থেকে দলের নেতা, কর্মীদের টাস্ক ঠিক করে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এবার দলের নেতা, কর্মীদের নিয়ে বিশেষ বৈঠকে বসলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। তাও আবার শুধুমাত্র ভবানীপুর বিধানসভা কেন্দ্রকে নিয়ে।
দলীয় সূত্রের খবর, ভবানীপুর দিয়ে শুরু। ২৯৪টি কেন্দ্রর ক্ষেত্রেই এখন থেকে এভাবে এলাকা ভিত্তিক বৈঠকে বসবেন শুভেন্দু-সহ বঙ্গ বিজেপির শীর্ষ নেতারা। উদ্দেশ্য, প্রতিটি বিধানসভা থেকেই শাসক তৃণমূলকে প্রবল লড়াইয়ের মুখোমুখি ফেলা।
আগামী বিধানসভা নির্বাচনে ভবানীপুর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হবেন ধরে নিয়ে সম্ভাব্য লড়াইযের ঘুঁটি সাজাতে মঙ্গলবার ভবানীপুরের নেতাদের নিয়ে বৈঠক করেন বিরোধী দলনেতা। সেখানে তিনি সাফ জানিয়ে দেন, ভবানীপুরের বুথ ধরে ধরে সংগঠনকে শক্তিশালী করে তুলতে পারলেই আগামী ভোটে ভবানীপুরে মুখ্যমন্ত্রীকে লড়াইয়ের মুখোমুখি দাঁড় করানো যাবে।
২০২১ সালের বিধানসভা ভোটে নন্দীগ্রামে মুখোমুখি লড়াই হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর। ভোট প্রচার থেকে গণনা, গোটা পর্বটাই হাড্ডাহাড্ডি লড়াই শেষে ১৯৫৬ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন শুভেন্দু। পরে ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে উপ নির্বাচনে ৫৮,৮৩৫ ভোটে জয়ী হন মমতা বন্দ্যোপাধ্যায়।
তবে পরিসংখ্যানের নিরিখে গত লোকসভা ভোটে ভবানীপুর বিধানসভার আটটি ওয়ার্ডের মধ্যে পাঁচটিতে এগিয়ে ছিল বিজেপি। এগুলি হল- ৬৩, ৭০,৭১, ৭২ এবং ৭৪ নম্বর ওয়ার্ড। তবে ৭৩, ৭৭ এবং ৮২ নম্বর ওয়ার্ডে বিশাল ব্যবধানে এগিয়ে ৫০ হাজারের বেশি ভোটে জয়ী হন মুখ্যমন্ত্রী।
সূত্রের খবর, যে তিনটি ওয়ার্ডে গতবারে বিজেপি পিছিয়ে পড়েছিল সেখানেই এবারে ব্য়বধান কমানোর ওপর জোর দিতে চাইছে পদ্মশিবির। পাশাপাশি যে পাঁচটি ওয়ার্ডে ব্যবধান বেশি ছিল, সেগুলিও যাতে অক্ষুন্ন রাখা যায়, সেবিষয়ে বৈঠকে কর্মীদের পরামর্শ দিয়েছেন বিরোধী দলনেতা।
সূত্রের খবর, বৈঠকে দলের কর্মীদের পই পই করে শুভেন্দু একথাও জানিয়ে দিয়েছেন, ভোটার লিস্টের দিকে বাড়তি নজর দিতে। বিরোধী দলনেতার আশঙ্ক, ভুয়ো ভোটার বাদ দেওয়ার নামে বিরোধী ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত করতে পারে শাসকদল।