শেষ আপডেট: 10th March 2025 17:14
দ্য ওয়াল ব্যুরো: প্রথমে সিপিএম (CPIM), পরে বিজেপি (BJP) হয়ে সোমবার তৃণমূলে(TMC) যোগ দিলেন বিধায়ক তাপসী মণ্ডল (Tapasi Mondal)। তিনি যে দলবদল করবেন তা নাকি আগেই টের পেয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
সব জল্পনা সত্যি করে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার বিধায়ক (Haldia MLA) ততক্ষণে তৃণমূল কার্যালয়ে পৌঁছে গিয়েছেন। আর অন্যদিকে, বিরোধী দলনেতা তখন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন, "এ বিষয়টা আমার কাছে অনেক পুরনো। এক মাস আগে যখন ভারতীয় জনতা পার্টির জাতীয় নেতারা একটা সার্কুলার দেন, পশ্চিমবঙ্গ নির্বাচনের বছরে তাই কোনও বিধায়ক জেলা সভাপতি হতে পারবেন না, সেই বার্তা পাওয়ার পরের দিনই তাপসী তাঁর দেওয়ালে থাকা পদ্মফুল মুছে দিয়েছিলেন। কাজেই এটা আমাদের কাছে নতুন নয়। উনি সুব্রত বক্সীর সঙ্গেও কথা বলেন। সেটাও আমরা ভাল করে জানি।"
তাপসীর দলবদল রাজ্য বিজেপিতে 'ধাক্কা'-র চেয়েও বেশি করে উল্লেখযোগ্য তার কারণ, শুভেন্দুগড়ে ভাঙন ধরিয়েছেন তিনি। যদিও ব্যাপারটাকে আমল দিতে নারাজ শুভেন্দু। তিনি বলেন, "ঠিক যেভাবে মুকুটমণি অধিকারী, কৃষ্ণ কল্যাণী, বিশ্বজিৎ দাসের মতো দলবদলুদের হারিয়েছিলাম লোকসভায়, একই ভাবে তাপসী মণ্ডলকে যদি তোলামূল (তৃণমূল) প্রার্থী করে, তাহলে আমাদের কিছু করতে হবে না। হলদিয়ার তোলামূলরাই ওঁর বিসর্জন দেবে। ওঁকে শুধু নয়, শ্যামল মাইতিকেও বিসর্জন দেবে।"
তৃণমূল ভবনে সোমবার বিকেলে তাপসীর হাতে তৃণমূলের পতাকা তুলে দেন মন্ত্রী অরূপ বিশ্বাস। পাঁচ বছরের মধ্যেই বিজেপি ত্যাগ প্রসঙ্গে তাপসী বলেন, "বিভাজনের রাজনীতি চলছিল দলে। দেখতে পাচ্ছি মানুষ প্রত্যাখ্যান করছেন। আমার পক্ষেও এই রাজনীতি মেনে নেওয়া কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছিল।"
প্রসঙ্গত, '১৬-র বিধানসভা নির্বাচনে যখন তৃণমূলকে নিয়ে হইচই, ঠিক তখনই কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী হিসেবে হলদিয়া আসনটিতে জেতেন তাপসী। শুভেন্দু তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার পরপরই তাপসী সিপিএম ছেড়ে বিজেপিতে যান, শুভেন্দুরই হাত ধরে।