Date : 14th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
ডিএনএ মিলেছে ৯ জনের, বিমান দুর্ঘটনার পর প্রথম দেহ তুলে দেওয়া হল পরিবারের হাতেবিলাসবহুল এসি গাড়ি ভাড়া করে ছাগল চুরি ! চোরের কীর্তি দেখে অবাক পুলিশ কর্তারাNEET Result : উচ্চ-মাধ্যমিকে প্রথম বর্ধমানের রূপায়ণের নজরকাড়া ফল নিটেও, দেশে কুড়িতম স্থানইজরায়েলের গর্বের 'আয়রন ডোম' ব্যর্থ! তেল আভিভের কেন্দ্রে পাল্টা মিসাইল হামলা ইরানের ওয়েট ট্রেনিং না কার্ডিও, কোনটা আগে করলে দ্রুত কমবে ওজন, জানাচ্ছে গবেষণাশেষ হল ইন্ডিয়ান ওয়েল সামার টেবল টেনিস কোচিং ক্যাম্পরাঁচিতে ধোনির স্বপ্নের বাড়ি ‘কৈলাসপতি’, ওখানেই থাকছেন স্ত্রী সাক্ষী ও মেয়ে জিভাকে নিয়েস্ত্রীর জন্য ভালবাসার তাজমহল! বাড়ি তো নয়, যেন মার্বেলে লেখা জীবন্ত কবিতা, বলছে নেটপাড়াWTC Final: ঐতিহাসিক জয়ের পর বাভুমার প্রথম প্রতিক্রিয়ায় রাবাদা, মার্করামের প্রশংসাঘুমের মধ্যেই ছোট্ট শরীরে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান, ছেলেকে বাঁচাতে গিয়ে ঝলসে গেলেন মা
Suvendu Adhikari

গঙ্গাসাগরে লুঠ করেছে সরকার, অভিযোগ শুভেন্দুর! মন্ত্রী বললেন, 'ওনার সময় একই ভাড়া ছিল'

পুণ্যস্নান পর্ব শেষ না হতেই এবার সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। গঙ্গাসাগর মেলায় ঘুরপথে সাধারণ মানুষকে প্রশাসন 'লুঠ' করেছে বলে অভিযোগ তোলেন তিনি।

গঙ্গাসাগরে লুঠ করেছে সরকার, অভিযোগ শুভেন্দুর! মন্ত্রী বললেন, 'ওনার সময় একই ভাড়া ছিল'

শেষ আপডেট: 17 January 2024 16:08

দ্য ওয়াল ব্যুরো: মকর সংক্রান্তিতে জমজমাট ছিল গঙ্গাসাগর মেলা। দূর দূরান্ত থেকে পুণ্যস্নানে আসেন ভক্তরা। প্রতি বছরের মতো এবারও গঙ্গাসাগরের মেলাকে নিয়ে প্রথম থেকেই ছিল প্রশাসনের তৎপরতা। গত ৮ জানুয়ারি মেলা উদ্বোধন করেন মুখ্যমমন্ত্রী বন্দ্যোপাধ্যায়। সার্বিক নিরাপত্তা খতিয়ে দেখতে যান রাজ্যের নয়া ডিজি রাজীব কুমার। আর পুণ্যস্নান পর্ব শেষ না হতেই এবার সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। গঙ্গাসাগর মেলায় ঘুরপথে সাধারণ মানুষকে প্রশাসন 'লুঠ' করেছে বলে অভিযোগ তোলেন তিনি। বলেন, ''মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গঙ্গাসাগর মেলাকে তাদের শূন্য কোষাগার পূরণ করতে ব্যবহার করছে।''

শুভেন্দুর অভিযোগ, গঙ্গাসাগর মেলায় যাওয়া ভক্তদের লঞ্চের যে ভাড়া দিতে হয়েছে তা অন্যান্য সময়ের চেয়ে বহুগুণ বেশি। নিজের বক্তব্যের সপক্ষে প্রমাণও তুলে ধরেন তিনি। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তাঁর দাবি,  অন্যান্য সময়ে ভেসেলের যে ভাড়া ৯ টাকা, তা মেলার সময়ে নেওয়া হয়েছে ৪০ টাকা। এক লাফে ৩১ টাকা বাড়ানো হয়েছে। 

অঙ্ক কষে শভেন্দু জানিয়েছেন, শতাংশের বিচারে গঙ্গাসাগরের সময়ে ভেসেলের ভাড়া বেড়েছে ৩৪৪ শতাংশ। দুটি জায়গা মিলিয়ে গঙ্গাসাগর মেলায় অন্য সময়ের ভাড়ার তুলনায় ভেসেলের ভাড়া ৭৬ টাকা করে বেশি নিয়েছে রাজ্য সরকার। আর ৫০ লক্ষ মানুষের কাছ থেকে সেভাবে নেওয়া হলে রাজ্য সরকার ৩৮ কোটি টাকা তুলেছে বলে দাবি শুভেন্দুর।

শুধু মুখের কথা নয়, একেবারে জায়গা উল্লেখ করে কোথা থেকে কত ভাড়া নেওয়া হয়েছে তার হিসাব তুলে ধরেছেন বিজেপি বিধায়ক। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, নামখানা থেকে বেনুবনে অন্য সময়ে ভাড়া থাকে ৪০ টাকা। মেলার সময়ে তা নেওয়া হয়েছে ৮৫ টাকা। আবার কচুবেড়িয়া থেকে ৮ নম্বর লটে অন্য সময়ে ভাড়া ৯ টাকা হলেও মেলার সময় ৪০ টাকা নেওয়া হয়েছে। 

যদিও শুভেন্দুর দাবি মানতে নারাজ রাজ্যের পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। এপ্রসঙ্গে তিনি বলেন, ''২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত উনি যখন এই দফতরের দায়িত্বে ছিলেন তখন এই ভাড়াটাই নেওয়া হত। কোনও পরিবর্তন হয়নি। ওই সময় উনি কোনও আপত্তি করেননি। এখন কিছু বলতে হয় তাই টুইট করছেন। ''

গঙ্গাসাগর মেলায় ভাড়া বৃদ্ধির বিষয়টি নিয়ে মমতা সরকারকে বিঁধতে গিয়ে রাজ্যে একাধিক নিয়োগ দুর্নীতি প্রসঙ্গও টেনে আনেন শুভেন্দু। টেটের প্রশ্নপত্র প্রসঙ্গে শুভেন্দুর কটাক্ষ, নিয়োগ না হলেও টেট পরীক্ষার ফর্মের দাম এক লাফে ১০০ থেকে ৫০০ করা হয়েছে। যার মাধ্যমে ৩,০৯,০৫৪ পরীক্ষার্থীর কাছ থেকে রাজ্য ১৫ কোটি ৪৫ লক্ষ ২৭ হাজার টাকা তুলেছে বলেও সোশ্যাল মিডিয়ায় অভিযোগ এনেছেন বিরোধী দলনেতা।


ভিডিও স্টোরি