সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারী
শেষ আপডেট: 27th October 2024 17:44
দ্য ওয়াল ব্যুরো: জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে কড়া মন্তব্য করলেন রাজ্যের বিজেপির সভাপতি ও বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। তিনি বলেন, 'প্রাতিষ্ঠানিক অপরাধের বলি আরজি কর মেডিক্যালের ওই ডাক্তার।' থ্রেট কালচারের জনক খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কীভাবে এই থ্রেট বিলুপ্তির সমাধান দেবেন?, প্রশ্ন সুকান্তর।
‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট’-এর পাল্টা সংগঠন তৈরি হয়েছে। যার নাম দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন। সুকান্ত সেই ব্যাপারে জানান, 'জুনিয়র ডাক্তারদের নতুন এই সংগঠন আসলে তৃণমূল কংগ্রেস ডক্টর্স অ্যাসোসিয়েশন।' শুধু তাই নয়, তিনি আরও বলেন, 'জুনিয়র ডাক্তাররা চোকার্স, সেমি ফাইনালে উঠে হেরে যায়।'
অন্যদিকে, শুভেন্দু অধিকারী এ ব্যাপারে বলেন, 'মুখ্যসচিব, স্বাস্থ্যসচিব, এমনকি সাংবিধানিক প্রধান মহামান্য গভর্নরের মধ্যস্থতা দাবি করা উচিত ছিল জুনিয়র ডাক্তারদের। কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রী, মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যানের মধ্যস্থতা দাবি করা উচিত ছিল। মুখ্যমন্ত্রীর মধ্যস্থতায় যে আলোচনা অশ্বডিম্ব হবে সেটা প্রমাণ হয়েছে। মমতা নিজে একজন রেজিস্টার্ড মিথ্যাবাদী। সুপ্রিম কোর্টে মামলা চলছে বলে মমতা লাইভ স্ট্রিমিংয়ে রাজি হননি, সেই তিনিই আন্দোলনকারী ডাক্তারদের সঙ্গে তাঁর বৈঠকের লাইভ স্ট্রিমিং করেন।'
আন্দোলনকারী ডাক্তারদের অনশন প্রত্যাহারের ব্যাপারে বিরোধী দলনেতা বলেন, 'তাঁদের আন্দোলনের একাগ্রতা, শুরুটা খুব ভাল, কিন্তু ফিনিশিংটা অত্যন্ত খারাপ।' তিনি মনে করেন, আন্দোলনের অপমৃত্যু ঘটেছে। যদিও তাঁর দাবি, ভারতীয় জনতা পার্টি ছেড়ে কথা বলবে না। কালীপুজোর পরে এক কোটি স্বাক্ষর নিয়ে রাজ্য সভাপতির ডাকে, রাষ্ট্রীয় নেতাদের সঙ্গে নিয়ে এমপি, এমএলএ-রা একসঙ্গে রাজ্যপালের কাছে ডেপুটেশন জমা দেবেন বলেও জানানো হয়েছে।
প্রসঙ্গত, আজ শহরে আসবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এখন তিনি বনগাঁয় রয়েছেন। তার আগে রবিবার সকালে সুকান্তর নিউ টাউনের বাড়িতে গিয়েছিলেন শুভেন্দু। সেখানেই একসঙ্গে বসে ল্যাপটপে প্রধানমন্ত্রীর 'মন কি বাত' অনুষ্ঠান শোনেন দু’জন।
বিজেপি অন্দরে কথা উঠছে, শাহ-সহ দলের কেন্দ্রীয় নেতৃত্ব আগেই বরাবর বাংলার রাজনৈতিক এবং পরিষদীয় দলের সদস্যদের একসঙ্গে চলার বার্তা দিয়েছেন। রোববার দুই মাথা এক হওয়ার মধ্যে সেই বার্তার বাস্তব ছবিই দেখতে পাচ্ছেন অনেকে।