শেষ আপডেট: 18th October 2024 13:24
দ্য ওয়াল ব্যুরো: আগেই সাসপেন্ড করেছিল হাসপাতাল কর্তৃপক্ষ। এবার আরজি করের হস্টেলে ঢুকতে বাধা দেওয়ায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ সাসপেন্ডেড ৩১ চিকিৎসক।
শুক্রবার হাইকোর্টের দ্বারস্থ হয়ে কেন তাঁদের হস্টেলে ঢুকতে দেওয়া হবে না, এই মর্মে মামলা দায়ের করেন সাসপেন্ডেড ৩১ চিকিৎসক। বিচারপতি বিভাস পট্টনায়েক তাঁদের মামলার অনুমতি দিয়েছেন বলে খবর। এদিন দুপুর আড়াইটে নাগাদ মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে।
আরজি কর হাসপাতালে 'থ্রেট কালচার' চালানোর অভিযোগ ওঠার পর ৫১ জনকে চিহ্নিত করা হয়েছিল। পরে তাঁদের বহিষ্কার করে রাজ্য স্বাস্থ্য দফতর।
অভিযোগ, এদের সবার বিরুদ্ধে ভয় দেখানো, গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার মতো একাধিক অভিযোগ ছিল। তালিকায় নাম উঠে আসে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ অভীক দে, বিরূপাক্ষ বিশ্বাস-সহ ৩ চিকিৎসকেরও। তাঁদের বিরুদ্ধেও মামলা রুজু করে কলকাতা পুলিশ।
সাসপেন্ডেড জুনিয়র চিকিৎসকরা বারবার দাবি করেন, প্রকৃত তথ্য এবং প্রমাণ লোপাট করিয়ে তাঁদেরকে ফাঁসানো হয়েছে। এখন হাসপাতাল তো দূর, হস্টেলেও সাসপেন্ডেড ৩১ জন চিকিৎসককে ঢুকতে দিচ্ছে না পুলিশ।