Date : 17th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
কয়েকমাসের ব্যবধানে আবার ডোমজুরের একটি কারখানায় আগুন লাগল, ঘটনাস্থলে দমকলের দু'টি ইঞ্জিনশক্তির স্বার্থেই রাশিয়ার পাশে ভারত, ন্যাটো প্রধানের হুঁশিয়ারিকে পাত্তাই দিল না নয়াদিল্লিভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি সই হতে পারে সামনের সপ্তাহেই! কম দামে মিলবে হুইস্কি, ওয়াইননিকোপার্কে যুবকের মৃত্যু: পরিবারের অভিযোগ গাফিলতির, ময়নাতদন্তে হৃদরোগে মৃত্যুর ইঙ্গিতকল্যাণী স্টেডিয়ামেই হবে ডার্বি, তবে পিছল দিনমিলিয়ে মিশিয়ে হাজারের উপর নামকরণ করে ফেলেছেন মমতা, এখনও তালিকা অফুরন্ত, জানালেন নিজেইগোপালগঞ্জ: পুলিশ রিপোর্টে আ-লিগ কর্মীদের মৃত্যুর কারণ লেখা নেই, সেনাকে আড়াল করাই লক্ষ্য?আইআইটি সমাবর্তনে 'কালা চশমা' মুহূর্ত, 'কুল' ছাত্র-প্রফেসরের রসায়ন ভাইরালউত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের করিডোরে ভবঘুরের দেহ খুবলে খেল কুকুরমুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই হবে এবারের ডুরান্ডের উদ্বোধন

পাকিস্তান এখনও শিক্ষা না নিলে আবার সার্জিক্যাল স্ট্রাইক হবে, হুঁশিয়ারি শাহের

দ্য ওয়াল ব্যুরো: সন্ত্রাসের সঙ্গে আপোস করবে না ভারত। কোনও রকম বেয়াদপি বরদাস্ত হবে না। পাকিস্তান (Pakistan) এখনও শুধরে না গেলে আবারও সার্জিক্যাল স্ট্রাইক (Surgical strike) হবে, হুঁশিয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah)।

পাকিস্তান এখনও শিক্ষা না নিলে আবার সার্জিক্যাল স্ট্রাইক হবে, হুঁশিয়ারি শাহের

শেষ আপডেট: 14 October 2021 23:30

দ্য ওয়াল ব্যুরো: সন্ত্রাসের সঙ্গে আপোস করবে না ভারত। কোনও রকম বেয়াদপি বরদাস্ত হবে না। পাকিস্তান (Pakistan) এখনও শুধরে না গেলে আবারও সার্জিক্যাল স্ট্রাইক (Surgical strike) হবে, হুঁশিয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah)। গত কয়েকদিন ধরেই ভারত-পাক নিয়ন্ত্রণরেখা অশান্ত। জম্মু-কাশ্মীরে রক্ত ঝরছে। প্রায় প্রতিদিনই সেনা-জঙ্গি গুলি বিনিময় হচ্ছে উপত্যকায়। কাশ্মীরের কয়েকজন নিরীহ বাসিন্দার প্রাণও গেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, পাকিস্তান যদি সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা না থামায় এবং কাশ্মীরিদের লাগাতার নিশানা করতে থাকে, তাহলে ভারতও চুপ করে বসে থাকবে না। সন্ত্রাসের প্রতিটা জবাবের পাল্টা জবাব দিতে তৈরি ভারতীয় বাহিনী। পাকিস্তানকে তাঁর হুঁশিয়ারি, প্রথম সার্জিক্যাল স্ট্রাইক দেখিয়ে দিয়েছিল ভারত কখনও সন্ত্রাসের সঙ্গে আপোস করে না। পাকিস্তান প্রথমবারের থেকে শিক্ষা না নিলে আবারও সার্জিক্যাল স্ট্রাইকের জন্য তৈরি থাকতে হবে। বৃহস্পতিবার গোয়ায় জাতীয় ফরেন্সিক সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে গিয়ে সেখানেই প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী তথা গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত মনোহর পর্রীকর সম্পর্কে বলতে গিয়ে সীমান্তে লাগাতার অনুপ্রবেশ ও পাকিস্তানের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘনের প্রসঙ্গ তোলেন অমিত শাহ। তখনই তিনি সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে মন্তব্য করেন। ২০১৬ সালে উরি হামলার পরে পাক-অধিকৃত কাশ্মীরে সার্জিকাল স্ট্রাইক চালিয়েছিল ভারতীয় সেনা। নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তানের ভূখণ্ডে ঢুকে একাধিক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল ভারতের ফাইটার জেট। উনিশের ফেব্রুয়ারিতে পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলার জবাবে ফের পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে প্রত্যাঘাত করে ভারত। নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অধিকৃত কাশ্মীর এবং বালাকোটে বোমাবর্ষণ করে ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান। দাবি করা হয় এই এয়ারস্ট্রাইকে জইশ-ই-মহম্মদ, লস্কর-ই-তৈবা এবং হিজবুল মুজাহিদিনের একাধিক ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বায়ুসেনার এই অভিযানে অন্তত ৩০০ জঙ্গির মৃত্যু হয়েছিল বলে জানায় ভারতীয় বিদেশ মন্ত্রক। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

ভিডিও স্টোরি