শেষ আপডেট: 5th May 2024 22:22
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা হাইকোর্টের রায়ে চাকরি হারানো ২৫,৭৫৩ জন শিক্ষক এবং শিক্ষাকর্মী এখন তাকিয়ে সুপ্রিম কোর্টের দিকে। এই সংক্রান্ত মামলার একপ্রস্থ শুনানি হয়েছে গত সোমবার। ৬ তারিখ আবার শীর্ষ আদালতে এই মামলার শুনানি। কোনও সুরাহা কি মিলবে? দেশের সর্বোচ্চ আদালতের দিকে তাকিয়ে চাকরিহারারা।
গত ২২ এপ্রিল এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। সেখানে মধ্যশিক্ষা পর্ষদও মামলা দায়ের করে। আবার চাকরিহারাদের একাংশও শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে। গত সোমবার এই মামলার শুনানিতে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ রাজ্য সরকারের মন্ত্রী ও অফিসারদের সাময়িক স্বস্তি দিয়েছিল। বলা হয়েছিল, এই ঘটনার সূত্রে রাজ্য সরকারি অফিসারদের বিরুদ্ধে ৬ তারিখ পর্যন্ত কোনও তদন্ত করতে পারবে না সিবিআই। সেই নির্দেশের কি কোনও বদল হবে?
এসএসসি চাকরি বাতিল মামলায় সু্প্রিম কোর্ট অবশ্য ইতিমধ্যেই বিস্ময় প্রকাশ করেছে। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ গোটা বিষয়টিকে সম্পূর্ণ জালিয়াতি বলেই মনে করেছে। শীর্ষ আদালতের প্রশ্নের মুখেও পড়েছে এসএসসি কর্তৃপক্ষও। শুনানিতে প্রশ্ন তোলা হল, কীভাবে এবং কেন তৈরি করা হল সুপার নিউমেরারি পোস্ট। শীর্ষ আদালতের প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, নষ্ট করা হয়েছিল ওএমআর শিট। নিয়োগ করা হয়েছে প্যানেলের বাইরে থেকে।
অনেকেই মনে করছেন, সোমবার আরও বিস্তারিতভাবে এই মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে। ইতিমধ্যে যোগ্যদের আইনি সাহায্য দেওয়ার কথা জানিয়েছে বিজেপি। বাংলায় ভোট প্রচারে এসে সেই বিষয়ে পরামর্শ দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সব মিলিয়ে সোমবারের দিকে তাকিয়ে সব পক্ষ।