শেষ আপডেট: 2nd May 2024 14:06
দ্য ওয়াল ব্যুরো: জিটিএ-তে নিয়োগ দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশের বিরোধিতা করে সুপ্রিম কোর্ট গিয়েছিল রাজ্য। শীর্ষ আদালত এই নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে। আগামী ২ সপ্তাহের জন্য এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে।
জিটিএ-র অধীনে প্রাথমিক, আপার প্রাইমারি ও উচ্চ বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছে। স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা ছাড়াই ৭০০ জনের বেশি শিক্ষককে পাহাড়ে নিয়োগ করা হয়েছে। এই বিষয়ে তদন্তের আর্জি জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের হয়। সেই মামলায় নিয়োগ দুর্নীতির অভিযোগ জানিয়ে বিচারপতির হাতে কিছু বেনামী চিঠি এসে পৌঁছয়। সেই 'রহস্যময়' চিঠির কতটা সত্যতা রয়েছে তা অনুসন্ধান করতেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।
এই নির্দেশ আসার পর ওই একই মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী, জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়-সহ ৮জনের নামে এফআইআর করে রাজ্য পুলিশ। এই নির্দেশ আসার পর ওই একই মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী, জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়-সহ ৮জনের নামে এফআইআর করে রাজ্য পুলিশ। সরকার প্রথমে সিঙ্গল বেঞ্চের সিবিআই নির্দেশের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিল। কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যায়। পরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। বৃহস্পতিবার এই বিষয়ে সাময়িক স্বস্তি পেল সরকার।
উল্লেখ্য, ২০১৯ সালের জানুয়ারি মাসে জিটিএ এলাকায় শিক্ষক নিয়োগ শুরু হয়। দুর্নীতির বিষয়টি প্রকাশ্যে আসতেই সেই বছর মার্চ মাসে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। প্রথমে সিআইডি তদন্ত শুরু হলেও তাতে ভরসা রাখতে পারেনি আদালত। তাই সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল।