শেষ আপডেট: 18th May 2022 06:09
দ্য ওয়াল ব্যুরো: রাজীব গান্ধী হত্যা মামলায় (Rajiv Gandhi assassination Case) দোষী সাব্যস্ত হয়েছিল এ জি পেরারিভালান। প্রথমে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, পরে সাজা লাঘব হয়ে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। ৩১ বছর জেল খাটার পর সুপ্রিম কোর্ট (Supreme Court) তাকে মুক্তি দিল। বুধবার এ জি পেরারিভালানের মুক্তির নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত।
১৯৯১ সালে যখন রাজীব গান্ধীকে হত্যা করা হয় তখন এই এ জি পেরারিভালানের বয়স ছিল মাত্র ১৯ বছর। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, সে এই হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত। যে এই ষড়যন্ত্রটা করেছে তাকে ৯ ভোল্টের দুটি ব্যাটারি জোগাড় করে দিয়েছিল এই পেরারিভালান। সেই ব্যাটারি রাজীব গান্ধীকে হত্যার কাজে ব্যবহৃত হয়েছিল (Supreme Court)।
১৯৯৮ সালে এই এ জি পেরারিভালানকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছিল আদালত। এরপর ২০১৪ সালে সেই সাজা লাঘব হয়। যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয় তাকে। এরপর চলতি বছরের মার্চে কোর্ট তাকে জামিন দেয়।
যেহেতু গত ৩১ বছর জেল খেটেছে পেরারিভালান, সেই মর্মে গত মার্চ মাসে জামিন মঞ্জুর করা হয় তার। এর আগে ২০১৫ সালে পেরারিভালান ক্ষমাপ্রার্থনা করে তামিলনাড়ু সরকারের কাছে পিটিশন দিয়েছিল। ভারতীয় সংবিধানের ১৬১ নম্বর ধারা অনুযায়ী মুক্তি দাবি করেছিল সে। পরে সরকারের কাছ থেকে উত্তর না পেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সে।
আরও পড়ুন: পরিবারের সঙ্গে বেড়াতে গিয়ে দিঘার হোটেলে আত্মঘাতী যুবক