শেষ আপডেট: 22nd August 2024 15:01
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডে অন্যতম অভিযুক্ত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্টের জন্য স্পষ্ট নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বৃহস্পতিবার শুনানির সময়ে জানিয়ে দিলেন, শুক্রবার বিকেল ৫টার মধ্যে শিয়ালদহ কোর্টের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত যেন এ ব্যাপারে নির্দেশ দেয়।
এদিন শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন, সিবিআই ও কলকাতা পুলিশ- দুজনের কাছ থেকেই আমরা স্টেটাস রিপোর্ট পেয়েছি। কলকাতা পুলিশ হাসপাতালে হামলার তদন্ত করছে। রেকর্ড থেকে দেখা যাচ্ছে, পলিগ্রাফ টেস্টের জন্য শিয়ালদহ কোর্টের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন জানানো হয়েছে। তা আদালতের বিবেচনাধীন রয়েছে। এরই পরই প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, “২৩ অগস্ট বিকেল ৫টার মধ্যে শিয়ালদহ কোর্টের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে এ ব্যাপারে নির্দেশ দিতে হবে।”
আরজি কর হাসপাতালের নৃশংস ধর্ষণ ও খুনের ঘটনায় এ যাবৎ একজনকেই গ্রেফতার করা হয়েছে। সে হল, কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। বৃহস্পতিবার ইন্ডিয়া টুডের প্রতিবেদনে সিবিআইকে সূত্রকে উদ্ধৃত করে বলা হয়েছে, আরজি করে গণধর্ষণ হয়নি। সঞ্জয় রায়ই একাই ধর্ষণ ও খুন করেছে।
সেদিক থেকে সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট করা জরুরি বিষয়। কারণ, সে কোনও তথ্য লুকোচ্ছে কিনা, সত্যি কথা বলছে কিনা তা জানা দরকার।
'ইন্ডিয়া টুডে'-এর রিপোর্ট অনুসারে, ডিএনএ রিপোর্টে একজনের যুক্ত থাকার প্রমাণই মিলেছে, একাধিক জনের নয়। তাই গণধর্ষণের যে সন্দেহ করা হচ্ছে তা ভিত্তিহীন বলেই দাবি করা হয়েছে সিবিআই-এর প্রাথমিক রিপোর্টে। অবশ্য এখনই এই রিপোর্টকে চূড়ান্ত রিপোর্ট বলা হচ্ছে না। সিবিআই ফরেন্সিক রিপোর্ট একাধিক এক্সপার্টদের দিয়ে যাচাই করাবে বলে জানা গেছে।