শেষ আপডেট: 29th July 2023 14:08
দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে বাড়তে থাকা গণপিটুনির ঘটনা (Mob Lynching) রুখতে পাঁচবছর আগে নতুন আইন প্রণয়নের বিষয়ে চিন্তাভাবনা করার জন্য কেন্দ্রকে পরামর্শ দিয়েছিল সুপ্রিমকোর্টের (Supreme Court) তৎকালীন প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ। জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে আদালতকে জানানো হয়ে, গণপিটুনির ঘটনা বাড়েনি। তাই নতুন আইনেরও প্রয়োজন নেই। এবার একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে গণপিটুনির বিষয়ে কেন্দ্রের পাশাপাশি ৬ রাজ্যকে নোটিস পাঠাল শীর্ষ আদালত।
গত ২৮ জুন বিহারের সারণ জেলায় গরুর মাংস পাচারের সন্দেহে এক ব্যক্তিকে গণপিটুনির অভিযোগ ওঠে। ওই ঘটনায় দেশে বাড়তে থাকা গণপিটুনি নিয়ে ‘ন্যাশনাল ফেডারেশন অফ ইন্ডিয়ান উইমেন’ নামে একটি সংগঠনের তরফে মামলায় দায়ের করা হয়েছিল শীর্ষ আদালতে।
মামলাকারীদের পক্ষে আইনজীবী কপিল সিব্বল গণপিটুনির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে আদালতকে জানান, অবিলম্বে এই বিষয়ে উপযুক্ত পদক্ষেপ জরুরি। এই বিষয়ে সমাজমাধ্যমে বিভিন্ন প্ররোচনামূলক মন্তব্যও গণপিটুনির প্রবণতা বাড়িয়ে তুলছে বলে অভিযোগ করেন তিনি। এরপরই কেন্দ্র এবং সংশ্লিষ্ট ৬ রাজ্যের কাছ থেকে এই সংক্রান্ত রিপোর্ট তলব করেছে বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি জেপি পারদিওয়ালাকে নিয়ে গঠিত শীর্ষ আদালতের বেঞ্চ।
আরও পড়ুন: তাঁকে ধর্ষণ করা হয়েছিল, হত্যার চেষ্টাও, আজ নারী পাচারকারীদের যম সেই ‘সুনীতা কৃষ্ণণ’