সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়
শেষ আপডেট: 25th October 2024 12:12
দ্য ওয়াল ব্যুরো: উচ্চ প্রাথমিকে ১৪ হাজারের বেশি শূন্যপদে নিয়োগের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যে মামলা করা হয়েছিল, তা প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ার বেঞ্চ খারিজ করে দিল। অর্থাৎ হাইকোর্টের নির্দেশ মেনেই নিয়োগ হবে।
হাইকোর্টের দেওয়া ওই নির্দেশ সংরক্ষণ নীতির বিরোধী, এমন দাবি করে সুপ্রিম কোর্টে যান রাজীব ব্রহ্ম-সহ বেশ কয়েকজন চাকরিপ্রার্থী। তারপরই নতুন করে জট তৈরি হয়েছিল নিয়োগ প্রক্রিয়ায়। অবশেষে সেই জট ছাড়ল।
মামলাটি শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে উঠেছিল। দেশের শীর্ষ আদালত তারপরই জানিয়ে দেয়, কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনেই ১৪ হাজার ৫২ শূন্যপদে নিয়োগ হবে। বাধা নেই নিয়োগপত্র দিতেও। গোটা প্রক্রিয়ায় শীর্ষ আদালত হস্তক্ষেপ করবে না বলেও সাফ জানিয়ে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ২০১৪ সালের আপার প্রাইমারি শূন্যপদ নিয়োগ নিয়ে গত ২৮ অগস্ট রায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট। ৮ বছর পর উচ্চ প্রাথমিকের নিয়োগের জট কেটেছে সেই রায়ে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলেছিল, ৪ সপ্তাহের মধ্যে ১৪ হাজার ৫২ জনের মেধা তালিকা প্রকাশ করতে হবে। পরের ৪ সপ্তাহের মধ্যে কাউন্সিলিং প্রক্রিয়া শুরু করতে হবে।
এর মধ্যে কিছু চাকরিপ্রার্থী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে দাবি করেছিলেন, তাঁদের পর্যাপ্ত নম্বর থাকা সত্ত্বেও ইন্টারভিউতে ডাকা হয়নি। তবে শীর্ষ আদালত সেই সময় তাঁদের আবেদন খারিজ করে দিয়েছিল।