শেষ আপডেট: 13th September 2023 11:04
দ্য ওয়াল ব্যুরো: মিডিয়া ট্রায়াল তথা সংবাদমাধ্যমে পক্ষপাতদুষ্ট (Media Trail) প্রতিবেদন বন্ধ করতে কড়া অবস্থান নিল দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের (Supreme Court) মতে, পক্ষপাতদুষ্ট প্রতিবেদনের কারণে সাধারণ মানুষের মনে বিভ্রান্তি তৈরি হচ্ছে। অভিযুক্তকে একপ্রকার অপরাধী বলে প্রতিপন্ন করা হচ্ছে। তা বন্ধ করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে (MHA) তিন মাসের মধ্যে গাইডলাইন তৈরি করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। পুলিশকে সেই গাইডলাইন মেনে অপরাধমূলক ঘটনার ব্রিফিং করতে হবে।
প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ আরও নির্দেশ দিয়েছে, এ ব্যাপারে সব রাজ্যের শীর্ষ পুলিশ কর্তা ও জাতীয় মানবাধিকার কমিশনকেও তাঁদের সুপারিশ পেশ করতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে সুপারিশ করবেন তাঁরা।
শীর্ষ আদালত এদিন আরও বলেছে, বাক স্বাধীনতা হল মৌলিক অধিকার। মিডিয়ারও খবর করার বা মতামত জানানোর অধিকার রয়েছে। কিন্তু মিডিয়া ট্রায়াল চলতে দেওয়া যায় না। কিন্তু তদন্ত চলাকালীন যদি গুরুত্বপূর্ণ তথ্য ও প্রমাণ ফাঁস হয়ে যায় তাহলে সেই তদন্তেরও ব্যঘাত ঘটতে পারে।
সুপ্রিম কোর্ট এদিন নির্দেশ দিয়েছে, মিডিয়া ট্রায়াল বন্ধ করতে যে গাইডলাইন আনা হবে তার খসড়া প্রস্তাব ৬ সপ্তাহের মধ্যে আদালতে পেশ করতে হবে।
এর আগে গত মার্চ মাসে প্রধান বিচারপতি বলেছিলেন, সাংবাদিকদের আরও দায়িত্বশীল হয়ে সংবাদ পরিবেশন করতে হবে। তথ্য যেন সঠিক হয় এবং প্রতিবেদনের নিরপেক্ষতা যেন বজায় থাকে। কোনও বক্তৃতার বা নির্দেশের নির্বাচিত অংশ প্রকাশ করে উত্তেজনা ছড়ানোর প্রবণতা বন্ধ করতে হবে। তিনি এও বলেছিলেন, বিশেষ করে বিচারপতিদের সিদ্ধান্ত তথা রায় অনেক জটিল। তাতে অনেক স্তর থাকে। তাই নির্বাচিত অংশ প্রকাশ করলে প্রকৃত রায়ের থেকে পৃথক ধারণা তৈরি হতে পারে।
আরও পড়ুন: অযোধ্যায় রাম মন্দির নির্মাণস্থল থেকে মিলেছে হিন্দু দেবদেবীর মূর্তি, দাবি ভিএইচপি নেতার