শেষ আপডেট: 28th July 2023 08:38
দ্য ওয়াল ব্যুরো: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এবং তাঁর স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়ের (Rujira Banerjee) বিরুদ্ধে ইডির জারি করা ‘লুক আউট’ নোটিস তুলে নেওয়ার নির্দেশ দিল সুপ্রিমকোর্ট (Supreme Court)। শুক্রবার বিচারপতি সঞ্জয় কিসান কউল এবং বিচারপতি সুধাংশু ধুলিয়ার ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে।
সুপ্রিম কোর্টের এই নির্দেশের আগেই অবশ্য ইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছে। তার পর গত ২৬ জুলাই বিদেশ সফরে রওনা হয়েছেন অভিষেক।
শুক্রবার এ ব্যাপারে সুপ্রিম কোর্টে শুনানির সময়ে ইডির আইনজীবী তথা অতিরিক্ত সলিসিটর জেনারেল এসবি রাজু আদলতকে এই বিষয়টি জানান। তিনি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ২৬ জুলাই থেকে ২০ অগস্ট পর্যন্ত বিদেশ সফরে অনুমতি দেওয়া হয়েছে। সেই সঙ্গে তিনি সুপ্রিম কোর্টে আরও জানান যে, এর আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ সফরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
ইডির আইনজীবীর একথা শুনেই বিচারপতিরা বলেন, তার মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লুক আউট নোটিস ছিল। তাঁকে যখন বিদেশ সফরে যাওয়ার ব্যাপারে একবার অনুমতি দেওয়াই হয়েছে, তখন কেন লুক আউট নোটিস জারি করে রাখা হয়েছিল। আসল বিষয় হল, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রুজিরা বন্দ্যোপাধ্যায় তদন্তে সহযোগিতা করছেন কিনা। তা যখন করছেন, তখন লুক আউট নোটিস অর্থহীন। এ কথা বলেই অভিষেক ও রুজিরার বিরুদ্ধে লুক আউট নোটিস প্রত্যাহারের ব্যাপারে ইডিকে নির্দেশ দেন বিচারপতিরা।
প্রায় দেড় মাস আগে বিদেশ যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে বাধার মুখে পড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা ও তাঁর সন্তানদের। সেবার বিদেশ না গিয়ে ফিরতে হয়েছিল তাঁদের। ইডির আপত্তিতেই রুজিরার বিদেশযাত্রা হয়নি সেবার। তাঁর বিরুদ্ধে তদন্ত চলায় দেশ ছেড়ে যেতে পারবেন না, এমনই বলা হয়েছিল ইডির তরফে।
রুজিরা আগেই ইডিকে বিদেশযাত্রার কথা জানিয়েছিলেন বলে দাবি করেছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এবার বিদেশ যাত্রার আগে ইডির কাছে অনুমতি চেয়েছিলেন। সুপ্রিম কোর্ট এদিন নির্দেশ দিয়েছে, রুজিরা-অভিষেকের বিদেশ যাত্রায় কোনও বাধা থাকবে না। এক সপ্তাহ আগে তাঁরা অনুমতি চাইলেই হবে।
আরও পড়ুন: ডেঙ্গিতে প্লেটলেট কেন কমে? মানব শরীরের ঠিক কোথায় গিয়ে গন্ডগোল পাকায় ভাইরাস