শেষ আপডেট: 2nd August 2023 10:04
দ্য ওয়াল ব্যুরো: মণিপুর নিয়ে লাগাতার সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রশ্নের মুখে পড়ছে বিজেপির (BJP) 'ডবল ইঞ্জিন' সরকার। মঙ্গলবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় রাজ্য প্রশাসনের প্রতি তীব্র অনাস্থা প্রকাশ করে মন্তব্য করেছিলেন, মণিপুরে আইন ও সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়েছে। বুধবার তিনি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, ৬৫২৩টি এফআইআর হয়েছে। অথচ গ্রেফতার হয়েছে মাত্র ২৫২ জন? পুলিশ ওই রাজ্যে কী করছে?
মণিপুর (Manipur) সরকারের হয়ে বুধবার আদালতে হাজির ছিলেন কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা। প্রধান বিচারপতি মেহতার কাছে জানতে চান, তিন মাসে মাত্র ২৫২ জন গ্রেফতার কেন? পুলিশ কি আদৌ তদন্ত করছে? মেহতা এই প্রশ্নের কোনও জবাব দিতে পারেননি।
শীর্ষ আদালত বুধবার নারী নির্যাতনের বাকি ১১টি ঘটনার সিবিআই তদন্তের প্রস্তাব নিয়ে কোনও মতামত দেয়নি। মঙ্গলবারই শীর্ষ আদালত সিবিআই তদন্তের উপর সাময়িক স্থগিতাদেশ জারি করে। আক্রান্ত দুই মহিলার বয়ান আপাতত নথিভুক্ত না করতে তদন্তকারীদের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। মনে করা হচ্ছে, শীর্ষ আদালত কোনও তদন্ত কমিটি গড়ে দেবে।
প্রধান বিচারপতির বেঞ্চকে কেন্দ্র ও রাজ্য সরকারের তরফে জানানো হয় দুই মহিলাকে নগ্ন করে ঘোরানোর ঘটনায় সাত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। প্রধান বিচারপতি জবাবে জানতে চান, কবে গ্রেফতার করা হয়েছে? সলিসিটর জেনারেল মেহতা এই প্রশ্নেরও জবাব দিতে পারেননি। প্রসঙ্গত, ঘটনাটি ৩ মে'র হলেও মুখ্যমন্ত্রী এন বীরেন সিং ওই অপরাধ নিয়ে প্রথম মুখ খোলেন ২০ জুলাই। পরদিন প্রধান অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
প্রধান বিচারপতির বক্তব্যে স্পষ্ট তিনি মণিপুরের পুলিশ প্রশাসনের ভূমিকা নানাভাবে খতিয়ে দেখা শুরু করেছেন। উত্থাপিত প্রশ্নেরই কোর্ট জবাব চাইবে রাজ্য পুলিশের ডিজির কাছে। ৭ অগাস্ট শীর্ষ আদালতে তলব করা হয়েছে তাঁকে।
আরও পড়ুন: মণিপুর নিয়ে নীরব বিজেপির হরিয়ানা কাণ্ডে কি বিবেক দংশন! সরব পদ্মের নেতা-মন্ত্রীরা