বিনীত গোয়েল ও সুপ্রিম কোর্ট
শেষ আপডেট: 10th December 2024 16:27
দ্য ওয়াল ব্যুরো: গত ৭ নভেম্বর শীর্ষ আদালতে আরজি কর মামলার শুনানি হয়েছিল। প্রায় এক মাস পর আজ ওই মামলার শুনানি শেষ হল সুপ্রিম কোর্টে। এদিন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করার অনুমতি দিল সুপ্রিম কোর্ট।
ঘটনা হল, বিনীতের বিরুদ্ধে অভিযোগ, আরজি কর মেডিক্যাল কলেজে নির্যাতিতা চিকিৎসক-পড়ুয়ার নাম তিনি প্রকাশ্যে বলেছিলেন। সে ব্যাপারেই মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে। কিন্তু যেহেতু মামলাটি কলকাতা হাইকোর্টে বিচারাধীন রয়েছে। তাই মামলা প্রত্যাহার করার অনুমতি দেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না।
প্রসঙ্গত, গত ৯ অগাস্ট আরজি কর মেডিক্যালে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের পর তাঁর নাম প্রকাশ করে দেওয়ার অভিযোগ ওঠে কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে। এই অভিযোগে বিনীত গোয়েলের বিরুদ্ধে এফআইআর দায়েরের দাবি জানিয়ে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে।
এই ব্যাপারে নোটিস ইস্যু করতে বলেছিল প্রধান বিচারপতি টিএম শিবজ্ঞানমের বেঞ্চ। নির্যাতিতার নাম বলা নিয়ে প্রাক্তন পুলিশ কমিশনারের বিরুদ্ধে রাজ্য পদক্ষেপ করতে পারবে বলে আদালতে জানায় কেন্দ্র।
আরজি করের ঘটনায় কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে যদি শৃঙ্খলা ভঙ্গের অপরাধে কোনও ব্যবস্থা নিতে হয় তাহলে সেটা আইন অনুযায়ী রাজ্যই নিতে পারে বলে কলকাতা হাইকোর্টে জানায় কেন্দ্রের অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী।