শেষ আপডেট: 22nd August 2023 10:32
দ্য ওয়াল ব্যুরো: খুনের চেষ্টার মামলায় নিম্ন আদালত সাত বছর কারাবাসের সাজা দিয়েছিল লাক্ষাদ্বীপের এনসিপি সাংসদ মহম্মদ ফয়সলকে (Lakshadweep MP)। সঙ্গে সঙ্গে লোকসভার সদস্য পদ চলে গিয়েছিল তাঁর। কিন্তু গুজরাত হাইকোর্ট তাঁকে রেহাই দেয়। উচ্চ আদালত বলে ফয়সলের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগটাই ভিত্তিহীন। সেই রায়কে হাতিয়ার করে লোকসভার সদস্যপদ ফিরে পান তিনি।
রাহুল গান্ধীরও কি এমন পরিণতি হতে পারে? বিচার মহলের বক্তব্য, রাহুলের সাজা প্রত্যাহার করা হয়নি। তাঁর বিরুদ্ধে মোদী পদবিধারীদের মানহানি করার অভিযোগও সুপ্রিম কোর্ট প্রত্যাহার করেনি। শীর্ষ আদালত রাহুলের সাজার উপর স্থগিতাদেশ জারি করে বলেছে, অপরাধের জন্য কেন সর্বোচ্চ সাজা দেওয়া হয়েছে তার সপক্ষে নিম্ন আদালত যথেষ্ট যুক্তি হাজির করতে পারেনি। আইনজ্ঞ মহলের মতে, রাহুলের মামলার পরিণতি যে কোনও সময় আদালতের রায়ে বদলে যেতেই পারে। মামলাকারী বিজেপি নেতা পূর্ণেশ মোদী মনে করলে সুপ্রিম কোর্টের উচ্চতর বেঞ্চে মামলা করতে পারেন। উচ্চতর বেঞ্চ রায় বদলে দিতেই পারে। তবে তার আগে সুপ্রিম কোর্টের সিঙ্গল বেঞ্চে শুনানি শেষ হতে হবে। প্রাথমিক শুনানির ভিত্তিতে রাহুলের সাজার উপর স্থগিতাদেশ জারি করে আদালত।
এদিকে, লাক্ষাদ্বীপে খুনের চেষ্টার অভিযোগে একই মামলায় অভিযুক্ত হয়েছেন ফয়সলের ভাইও। হাইকোর্ট তাঁর ভাইয়ের সাজা বহাল রেখেছে। কিন্তু ফয়সলের সাজা প্রত্যাহার করে নেয়। যদিও হাইকোর্ট রায় দেওয়ার পরও প্রায় দেড় মাস লোকসভার সদস্যপদ ফিরে পাননি ফয়সল। শেষে লোকসভার সচিবালয়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেন তিনি। সেই মামলার শুনানি শুরুর আগেই অবশ্য ফয়সলকে সদস্যপদ ফিরিয়ে দেন লোকসভার স্পিকার ওম বিড়লা। এখন দেখার গুজরাত হাইকোর্ট আগের রায় ফিরিয়ে নেয় কি না।
আরও পড়ুন: পুর নিয়োগ দুর্নীতি মামলায় শীর্ষ আদালতে ধাক্কা রাজ্যের! ইডি, সিবিআই তদন্তের নির্দেশ বহাল