শেষ আপডেট: 17th June 2023 18:31
দ্য ওয়াল ব্যুরো: এরই নাম ক্রিকেট। একটা দল ৪০০ রানের সাত রান দূরে ইনিংসের সমাপ্তি ঘোষণা করল। অন্য দলটি রান তাড়া করতে গিয়ে একটা সময় ৩৭ রানে তিন উইকেট পড়ে যাওয়ার পরেও খেলায় ফিরে এসেছে।
অস্ট্রেলিয়ার ৩৯৩ রানের বিনিময়ে ইংল্যান্ড (England) করেছে দিনের শেষে ৩১১/৫। খেলায় সেঞ্চুরি করে ১২৮ রানে অপরাজিত আছেন উসমান খোয়াজা (Usman khawaja)। সঙ্গে রয়েছেন অ্যালেক্স কুরি। তিনি ৫২ রানে ক্রিজে।
প্রথম সেশনে ইংল্যান্ডের পেসাররা দাপট দেখালেও দ্বিতীয় সেশনে ম্যাচে ফিরল অস্ট্রেলিয়া। নেপথ্যে দলের দুই ব্যাটার উসমান খোয়াজা ও ট্রাভিস হেড।
বাংলাদেশের ঐতিহাসিক জয়ের পরেই অশান্তি, বোর্ড সভাপতি পদ ছেড়ে দেবেন পাপন!
প্রথম ভাগে ডেভিড ওয়ার্নার, মার্নাশ লাবুশেন ও স্টিভ স্মিথকে হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া।
দলের ইনিংসকে ধরার দায়িত্ব ছিল খোয়াজা ও হেডের উপর। দ্বিতীয় সেশনে সেই কাজটাই করলেন তাঁরা। অযথা তাড়াহুড়ো না করে ঠান্ডা মাথায় খেললেন। বল অনুযায়ী শট মারলেন। তার ফল পেল অস্ট্রেলিয়া।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সেঞ্চুরি করেন হেড। তাই আত্মবিশ্বাস অনেক বেশি রয়েছে এই বাঁ হাতি ব্যাটারের। ইংল্যান্ডের বোলিং আক্রমণের বিরুদ্ধে সেই আত্মবিশ্বাস বজায় রেখেছেন। ১০৬ বলে নিজের ৫০ রান পূর্ণ করেন।
হেড আউট হয়ে যাওয়ার পরে দলের হাল ধরেন অ্যালেক্স ও উসমান।
ইংল্যান্ড বোলারদের মধ্যে সফল স্টুয়ার্ট ব্রড ও মঈন আলি। দুটি করে উইকেট নেন তাঁরা।