দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রদেশের সেহর। জেলাশাসকের অফিসের বাইরে বসে রয়েছেন এক মহিলা। সামনে রয়েছে আদ্যিকালের এক ঢাউশ টাইপ মেশিন। ঝড়ের গতিতে সেই মেশিনে মন দিয়ে টাইপ করে চলেছেন ওই মহিলা। পরনে সাধারণ একটা শাড়ি। শীর্ণ হাতে খানকতক চুড়ি। চুলের পাক দেখেই বোঝা যাচ্ছে বয়স অন্তত ষাটের কোঠা তো ছুঁয়েইছে।
তবে বর্ণনায় যাঁকে নিতান্তই ছাপোষা মনে হচ্ছে তাঁর ওই শীর্ণ হাতেই রয়েছে জাদু। ল্যাপটপ, ট্যাব, স্মার্টফোনের যুগে টাইপরাইটারে রীতিমতো ঝড় তোলেন তিনি। জেলাশাসকের অফিসে আসা মানুষজনের দরকারি ডকুমেন্ট টাইপ করে দেন হাসি মুখে।
সম্প্রতি বীরেন্দ্র শেওয়াগের টুইটে সামনে এসেছে এই মহিলার একটি ভিডিও। মধ্যপ্রদেশের এই মহিলার ভিডিও শেয়ার করে বীরু লিখেছেন, শুধু স্পিড নয় স্পিরিটেও এ যুগের যুব সম্প্রদায়কে টেক্কা দিয়েছেন এই সুপার ওম্যান।
দেখুন ভিডিও
https://twitter.com/virendersehwag/status/1006480491061493761