শেষ আপডেট: 16th January 2022 15:19
দ্য ওয়াল ব্যুরো: সানি বরাবর আলাদা, বাকিদের থেকে ব্যতিক্রমী ভাবনা পোষণ করেন। সেই কারণেই সুনীল গাভাসকার বলছেন, ‘‘বিরাটের পরে আমার মত নেওয়া হলে বলব টেস্ট অধিনায়কত্ব দেওয়া উচিত ঋষভ পন্থকে। ওই আমার পছন্দ।’’ কোহলির নাটকীয় ইস্তফায় ক্রিকেট দুনিয়া বিস্ময়ে হতবাক। সানি যদিও বলছেন, ‘‘আমি এতে অবাক হইনি, কারণ আমি জানতাম কোহলি চাপে পড়ে গিয়েছে নেতৃত্ব নিয়ে।’’ কোহলির অধিনায়কত্বের পারফরম্যান্সও যে অনুবীক্ষণের তলায় ছিল, সেটিও বলেছেন কিংবদন্তি। সানির কথায়, ‘‘বোর্ড এই সিরিজ হারের কৈফিয়ত চাইত কোহলির কাছে। সেই সুযোগ আর থাকল না ওঁর পদত্যাগে।’’ রোহিত কিংবা অশ্বিনের মতো সিনিয়ররা থাকতে কেন ঋষভকে বাছলেন নেতা হিসেবে, তার ব্যাখ্যাও দিয়েছেন সানি। তিনি বলেন, ‘‘আমাকে যদি জিজ্ঞাসা করেন, পরবর্তী অধিনায়ক হিসেবে আমি ২৪ বছরের ঋষভকে বেছে নেব। রিকি পন্টিং যখন মুম্বই ইন্ডিয়ানসের দায়িত্ব থেকে সরে গেল, তখন রোহিত শর্মাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। এরপর ওর ব্যাটিংয়ে পরিবর্তনটা দেখুন। হঠাৎ করে অধিনায়কের দায়িত্ব পেয়ে ৩০, ৪০ কিংবা ৫০ রানের ছোট ইনিংসগুলোকে সেঞ্চুরি, ১৫০ কিংবা ২০০-তে পরিণত করেছে।’’ সানি বলছেন, ‘‘ঋষভ দিল্লি দলের নেতা হিসেবে আইপিএলে সফল হয়েছে। তারপর ওর বয়স কম, অনেকদিন সেবা করতে পারবে দেশের ক্রিকেটকে। নরি কনট্রাকটরকে সরিয়ে যখন নবাব পতৌদিকে দলের নেতা করা হয়, সেইসময় তাঁর বয়স ছিল ২১, তারপর পতৌদি দলনায়ক হিসেবে কী করেছেন, সবাই দেখেছেন। তাই রোহিত কিংবা অশ্বিন নন, ঋষভকেই দায়িত্ব দেওয়া উচিত।’’