শেষ আপডেট: 21st June 2023 12:07
দ্য ওয়াল ব্যুরো: আজ ২১ জুন বছরের দীর্ঘতম দিন। ছোটবেলায় পাঠ্যবইতে দীর্ঘতম দিন এবং দীর্ঘতম রাতের কথা আমরা পড়তাম। ২১ জুনকে বছরের দীর্ঘতম দিন বলা হয়, আর দীর্ঘতম রাত হল ২২ ডিসেম্বর। বস্তুত, আজকের দিনটা হল উত্তর গোলার্ধের (Summer Solstice 2023) সবচেয়ে বড় দিন।
এখন প্রশ্ন আসবে, ২১ জুন কেন দিন সবচেয়ে বড় হয়?
বিজ্ঞানীরা বলছেন, এর বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। ঠিক এই দিনই সূর্য কর্কটক্রান্তি বৃত্তের উপর থাকে। এই নির্দিষ্ট দিনে সূর্যরশ্মি সরাসরি ট্রপিক অফ ক্যানসার বা ক্রান্তীয় কর্কটরেখার উপর পড়ে। আরও ভাল ভাবে বললে বলা যায়, উত্তর অক্ষাংশের উপর ২৩.৫ ডিগ্রি কোণে এসে সূর্যরশ্মি পড়ে।
সহজ করে বললে, বছরের এই দিনই সূর্যের দিকে বেশি হেলে থাকে উত্তর মেরু। তাই উত্তর মেরুতে যে দেশগুলো আছে সেখানে দীর্ঘক্ষণ সূর্যের আলো পড়ে। আবার দক্ষিণ গোলার্ধে এদিন ঠিক উল্টোটাই হয়। সেখানে ২১ জুন দিন সবচেয়ে ছোট এবং রাত সবচেয়ে বড়।
উত্তরায়ণ (SUMMER SOLSTICE) কী?
উত্তরায়ণ বুঝতে গেলে আগে জানতে হবে পৃথিবী যখন সূর্যের চারদিকে ঘোরে তখন ঠিক কী হয়। আমরা জানি ঋতু ছ’টা। ঋতু বদলের সঙ্গে দিন ও রাতের সময়কালও বদলায়। বছরের ৩৬৫ দিন কখনও সমান থাকে না। কখনও দিন বড় রাত ছোট হয়, আবার কখনও তার উল্টো। ঠিক এভাবেই বছরে এমন একটা দিন আসে যেখানে দিন সবচেয়ে বড় হয়, এবং রাত ছোট। আজ ২১ জুন বুধবার তেমনই একটা দিন।
সৌরজগতের নিয়ম অনুযায়ী পৃথিবী সূর্যের চারদিকে ঘোরার সময় একদিকে একটু হেলে থাকে। ফলে কখনও উত্তর গোলার্ধ সূর্যের কাছাকাছি আছে, আবার কখনও দক্ষিণ গোলার্ধ। এই দিনটাতে উত্তর গোলার্ধ সূর্যের কাছাকাছি থাকে। তাই সূর্যের রশ্মি দীর্ঘসময় পৃথিবীর উত্তর গোলার্ধে পড়ে। সূর্য এদিন কর্কটক্রান্তি রেখায় লম্বভাবে বা খাড়াভাবে কিরণ দেয়। তাই মনে হয় দিন শেষই হচ্ছে না। মার্চ থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত পৃথিবীর উত্তর গোলার্ধে দেশগুলিতে বেশি পরিমাণ সূর্যালোক পৌঁছয়। এর ফলে এই সময়কালে সেইসব দেশে গ্রীষ্মকাল থাকে। বিজ্ঞানের ভাষায় একেই বলে ‘সামার সলসটিস’ (Summer Solstice 2023) বা উত্তরায়ণ।
কর্কট আর মকর নামে দুই ক্রান্তীয় রেখা চলে গেছে পৃথিবীর উপর দিয়ে। দিন কতটা বড় হবে সেটা ঠিক করে দেয় কর্কটক্রান্তি রেখা। যাকে উত্তরের রেখাও বলা যায়। আজ ঠিক দুপুর বেলা সূর্য এই কর্কটক্রান্তি রেখার একেবারে মাঝ বরাবর থাকবে।
পৃথিবী নিজের অক্ষের উপর প্রদক্ষিণকালে সূর্যের দিকে যে হেলে থাকে, এই কৌণিক পরিমাণ ২৩.৫ ডিগ্রি। নাসার মতে, এই বিশেষ দিন অর্থাৎ ২১ জুন যে পরিমাণ সূর্যালোক নিরক্ষরেখায় পৌঁছয়, তার থেকে ৩০ শতাংশ বেশি সূর্যের রশ্মি উত্তর গোলার্ধে পৌঁছবে। মূলত ২০, ২১ এবং ২২ জুন— এই তিনদিনই বেশি সূর্যালোক পৌঁছয় উত্তর গোলার্ধে। তার মধ্যে ২১ জুন সবচেয়ে বেশি সূর্যরশ্মি পৌঁছয় উত্তর গোলার্ধে। তার ফলেই এই নির্দিষ্ট দিনে উত্তর গোলার্ধে দিন সবচেয়ে বড় হবে।
আরও পড়ুন: পৃথিবী ৮০ সেন্টিমিটার হেলে গেছে! এর জন্য দায়ী কি ভারত
উত্তরায়ণ অর্থাৎ উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন মানে কিন্তু তাড়াতাড়ি সূর্যোদয় আর দেরি করে সূর্যাস্ত— এই ঘটনা বোঝায় না। পৃথিবী তার অক্ষের উপর যেভাবে ঘুরবে সেই নিয়ম মেনেই সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যাবে। শুধু সূর্যের আলো উত্তর গোলার্ধের যে যে অক্ষাংশের উপর বেশি পড়বে সেখানে বেশিক্ষণ ধরে দিন থাকবে। পুরোটাই নির্ভর করে অক্ষাংশগত অবস্থানের উপর।