শেষ আপডেট: 17th September 2024 08:30
দ্য ওয়াল ব্যুরো: জাগো বাংলা সংবাদপত্রের সম্পাদক পদ থেকে ইস্তফা দিলেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়। সোমবার রাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ডাক্তারদের বৈঠক হওয়ার পরেই এই কথা ঘোষণা করেন তিনি।
সুখেন্দুশেখর জানান, আজ থেকে এই সংবাদপত্রের কোনও এডিশনেই সম্পাদক হিসেবে তাঁর নাম ব্যবহার করা যাবে না। তেমনটা হলে তার ফল ভাল হবে না বলেও জানান তিনি।
তৃণমূলের মুখপত্র হিসেবে পরিচিত জাগো বাংলা। সেই কাগজের সম্পাদক পদ থেকে সুখেন্দুশেখর ইস্তফা দেওয়ায় কৌতূহল তৈরি হয়েছে বিভিন্ন মহলে। এর আগে রাজ্যসভার সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন তৃণমূল সাংসদ জহর সরকার। জহরকে তৃণমূলে এনেছিলেন সুখেন্দুশেখরই। সুখেন্দুও জহরের দেখানো পথে হাঁটবেন কিনা, নতুন করে চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে।
আরজি করে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ-খুনের ঘটনায় প্রথম থেকেই সোশ্যাল মাধ্যমে সরব তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। ন্যায় বিচারের দাবিতে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়ে সিবিআইকে চিঠিও লিখেছেন সুখেন্দু। যে কারণে দলের অন্দরে তাঁর নামের সঙ্গে জুড়েছে 'বিদ্রোহী' বিশেষণও।
এবার সোমবার মধ্যরাতে টুইটার পেজে সুখেন্দু লিখেছেন, "আমার ২টো দাবি ছিল: আরজি কর হাসপাতাল ও কলকাত পুলিশের দুই শীর্ষ প্রধানকে সিবিআই হেফাজতে নিয়ে জেরা করুক। জুনিয়র ডাক্তার এবং লক্ষাধিক মানুষের আন্দোলনের চাপে তা অনেকটাই পূরণ হয়েছে। কলকাতা পুলিশ এখন যথেষ্ট চাপে। সবার মতো আমিও খুশি। সত্যমেব জয়তে।"
তার কিছু পরেই জাগো বাংলা থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করার ঘোষণা করেন তৃণমূল সাংসদ।