শেষ আপডেট: 14th August 2024 08:29
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডের প্রতিবাদে বুধবার রাতে বড় কর্মসূচি করবেন রাজ্যের মহিলারা। কলকাতা সহ জেলায় জেলায় রাতে তাঁরা জমায়েত করবেন। এটা কোনও রাজনৈতিক কর্মসূচি নয়। কোনও রাজনৈতিক দলের পতাকা দেখা বা স্লোগান শোনা যাবে না। যদিও তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় জানিয়েছেন, তিনিও এই প্রতিবাদে সামিল হবেন। তবে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে নয়।
বুধবার রাত ১১.৫৫-তে শহর তথা রাজ্যের বিভিন্ন প্রান্তে মহিলাদের জমায়েত হওয়ার কথা। যদিও পুরুষরাও সেই প্রতিবাদে সামিল হতেই পারেন। আসলে আরজি কর কাণ্ড সমাজের প্রতিটা মানুষের মনকে নাড়া দিয়েছে। তাই সব মহলই ঘটনার নিন্দায় সরব হয়েছে এক হয়ে। তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় জানিয়েছেন, তিনি মেয়ের বাবা এবং নাতনির দাদু হিসেবে এই প্রতিবাদে যোগ দেবেন। কোনও নেতা হিসেবে নয়। তাঁর কথায়, ''লক্ষ লক্ষ বাঙালির মতো আমিও এক জন মেয়ের বাবা, নাতনির দাদু। আমাদের এ বিষয়ে সরব হতে হবে। মেয়েদের বিরুদ্ধে হিংসা অনেক হয়েছে। চলুন একসঙ্গে প্রতিবাদ করি।'' রাজ্যের শাসক দলের মধ্যে সুখেন্দুই প্রথম বড় নেতা যিনি এই প্রতিবাদে যোগ দেওয়ার কথা বলেছেন।
বিজেপি অবশ্য এই বিষয়টিকে 'চালাকি' হিসেবেই দেখছে। কেন্দ্রীয় বিজেপির তরফে রাজ্যের পর্যবেক্ষক তথা আইটি সেলের দায়িত্বপ্রাপ্ত নেতা অমিত মালব্যর দাবি, এইভাবে মহিলাদের প্রতিবাদে সামিল হয়ে তৃণমূল আসলে সেই কর্মসূচির দখল নিতে চাইছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো কৌশল ছাড়া কিছুই নয়। অমিত বলছেন, ''যারা আরজি কর কাণ্ডের জন্য প্রতিবাদ করছেন এবং বিচার চাইছেন তাঁদের একদমই উচিত নয় এইসব তৃণমূল নেতাদের ধারে-কাছে আসতে দেওয়া। এঁরা সাপের মতো।''
প্রসঙ্গত, ১৪ অগস্ট রাত্রি ১১.৫৫ মিনিটে যাদবপুর, অ্যাকাডেমি ও কলেজস্ট্রিটে একই সঙ্গে জমায়েত করবেন মহিলারা। তবে শুধু শহর কলকাতা নয়, একই সঙ্গে মহিলারা জমায়েত করবেন ডানলপ মোড়, উত্তরপাড়া কলেজ মোড়, উত্তরপাড়া সখের বাজার ও মধ্যমগ্রাম চৌমাথা মোড়। বেহালা সখের বাজার, নীলদর্পণ, বনগাঁ, রায়গঞ্জ, ঘড়িমোড়েও। এই 'রাত দখলের' প্রথম ডাক দিয়েছেন প্রেসিডেন্সি কলেজের এক প্রাক্তনী, রিমঝিম সিনহা।