শেষ আপডেট: 3rd March 2024 20:44
দ্য ওয়াল ব্যুরো: মার্চের প্রথম সপ্তাহেই বাংলায় তিনদিন সভা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরামবাগ, কৃষ্ণনগরে সভা হয়েছে, বুধবার সভা হওয়ার কথা বারাসতে। কিন্তু এখানেই শেষ হচ্ছে না মোদীর বঙ্গ সফর। বিজেপি সূত্রে খবর, আগামী শনিবারই ফের বাংলায় আসতে পারেন মোদী। তখন তাঁর গন্তব্য হবে উত্তরবঙ্গ।
৬ মার্চ বারাসতের কাছারি মাঠে হবে প্রধানমন্ত্রীর সভা। বিজেপি জমানায় দেশের বিভিন্ন ক্ষেত্রে নারীরা কীভাবে সামনের সারিতে এগিয়ে এসেছেন, সেই সাফল্যই এই সভার মূল বিষয়বস্তু বলে বিজেপি সূত্রের দাবি। যদিও প্রধানমন্ত্রীর প্রথম এবং দ্বিতীয় জনসভাতেই মিশে গেছে সন্দেশখালি প্রসঙ্গ। মহিলাদের নির্যাতনের অভিযোগ নিয়ে তৃণমূল সরকারকে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বিঁধেছেন নরেন্দ্র মোদী। নারী দিবসের আগে বুধবারের সভা থেকে তিনি কী বার্তা দেন, সেটাই এখন দেখার বিষয় হবে।
বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, প্রধানমন্ত্রী বঙ্গ সফর আপাতত ৬ মার্চ শেষ হচ্ছে না। কারণ সব ঠিক থাকলে ৯ মার্চ শিলিগুড়িতে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরামবাগের মতো শিলিগুড়িতেও কিছু সরকারি প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন তিনি। এছাড়াও ওই দিন সেখানে একটি জনসভা করার কথা তাঁর। সুকান্তর কথায়, আগামী মঙ্গলবার কলকাতায় চলে আসবেন প্রধানমন্ত্রী। রাজভবনে রাত্রীবাস করার কথা তাঁর। সূত্র মারফত জানা গিয়েছে, ৬ মার্চ বারাসতে প্রধানমন্ত্রীর একাধিক কর্মসূচি রয়েছে। সেখানে দলীয় অনুষ্ঠানের পর তিনি একটি সরকারি কর্মসূচিতে অংশ নেবেন। সেই সভা সেরেই প্রধানমন্ত্রীর দেশের প্রথম নদীর তলা দিয়ে মেট্রোর ঐতিহাসিক সফরে থাকবেন।
রাজনৈতিক পর্যবেক্ষকরা অনুমান করছেন, চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের শেষে বা তৃতীয় সপ্তাহের শুরুতেই লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ হয়ে যাবে। সেক্ষেত্রে বলা যায়, ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই বাংলায় অন্তত হাফ ডজন সভা করে ফেলতে পারেন প্রধানমন্ত্রী মোদী। শনিবার শিলিগুড়ির সভা হলে নয় দিনে চারটি সভা করে ফেলবেন তিনি।