শেষ আপডেট: 26th September 2024 18:49
দ্য ওয়াল ব্যুরো: এবার ভুয়ো জিএসটি ভাউচার তৈরি করে কোটি কোটি টাকা চুরির অভিযোগ করলেন সুকান্ত মজুমদার। বিজেপি রাজ্য সভাপতির অভিযোগ, 'উত্তরবঙ্গ থেকে আসা পণ্যবাহী গাড়ি থেকে জিএসটি লুঠ করা হচ্ছে। আর সেই টাকা ঢুকছে তৃণমূল নেতাদের পকেটে'।
বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে সুকান্ত মজুমদার বলেন, 'গুটকা শুরু করে কয়লা, সবক্ষেত্রে জিএসটি চুরি হচ্ছে। আর ভুয়ো ভাউচার তৈরি করে সেই টকা নিজেদের পকেটে ঢোকাচ্ছে তৃণমূলের নেতারা।'
তিনি আরও বলেন, 'এই সবের নেপথ্যে রয়েছেন তৃণমূল নেতা গৌতম দেব-ঘনিষ্ঠ ধীরাজ ঘোষ এবং বিনয় বর্মণ। যদিও যাবতীয় অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন গৌতম দেব। তাঁর কথায়, 'যাঁর বিরুদ্ধে অভিযোগ, তাঁর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই।'
তিনি আরও বলেন, 'সুকান্ত মজুমদার যখন তখন একটা করে অভিযোগ করেন। যা অভিযোগ করবেন তার তো একটা তথ্য দিতে হয়। যে ব্যক্তির কথা বলা হচ্ছে যতদূর জানি, তাঁর সঙ্গে আমাদের দলের কোনও সম্পর্ক নেই। আর আমার সঙ্গে ঘনিষ্ঠতা? এ তো ভারি অদ্ভুত কথা। কোনও ওরকম ব্যাপারই নেই।'
গৌতম দেব বলেন, 'এখন যদি শিলিগুড়িতে কিছু ঘটলেই আমার নাম আনেন কেউ সেটা তাঁর ব্যাপার। আমার সঙ্গে ঘনিষ্ঠতা থাকলে সেটার প্রমাণ দিক। বিভিন্ন এজেন্সি আছে তারা তদন্ত করুক। সম্পূর্ণ অনেস্টি নিয়ে আমি মানুষের জন্য কাজ করি।'