শেষ আপডেট: 6th January 2025 20:55
দ্য ওয়াল ব্যুরো: মহিলাদের বিনা সুদে ঋণ দেওয়া হবে ৪০ লাখ টাকা! এমনই আর্জি জানাচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শুনতে একটু অবাক লাগলেও এমনটাই হয়েছে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টার ভাইরাল হয়েছে। যা সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক। যদিও সুকান্তর অভিযোগ তাঁর নাম ও ছবি ব্যবহার করে সাইবার প্রতারণা করা হচ্ছে।
বিষয়টি প্রকাশ্যে আসতেই নিজেই পুলিশের দ্বারস্থ হয়েছেন বালুরঘাটের সাংসদ। স্পষ্ট জানিয়েছেন “শুধু আমি নয়, অন্যান্য মন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ছবি দিয়েও এমন জালিয়াতি করা হচ্ছে।”
ভাইরাল পোস্টে আরও লেখা হয়েছে, ‘প্রতি মাসে মাত্র ৫৫৯ টাকা দিলেই এই ঋণ পাওয়া যাবে। এর জন্য অতিরিক্ত এক টাকাও দিতে হবে না। এই পোস্টের সঙ্গেই দেওয়া রয়েছে সুকান্ত মজুমদারের ছবি। পোস্টারটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, যা এক নজরে দেখলেই মনে হবে এটা কেন্দ্রীয় সরকারের কোনও প্রকল্পের বিজ্ঞাপন। যার প্রচার করছেন সুকান্ত মজুমদার।
যে পোস্ট ছড়িয়ে দেওয়া হয়েছে সেটি আসলে একটি অ্যাপে ঢোকার গেটওয়ে। পোস্টটির মধ্যে ক্লিক বাটনও আছে। তাতে ক্লিক করলে একটি অ্যাপ ইনস্টল হয়ে যাচ্ছে। তারপর ঋণ নেওয়ার সমস্ত প্রক্রিয়া করতে হবে।
বিষয়টি জানাজানি হতেই দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার চিন্ময় মিত্তলকে চিঠি দেন সাংসদ সুকান্ত মজুমদার। অবিলম্বে পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন তিনি। ডিজিটাল জালিয়াতি রুখতে লাগাতার সতর্কবার্তা প্রচার করছে কেন্দ্রীয় সরকার। এবার সেখানে বিজেপির মন্ত্রীর নাম জড়াতেই শুরু হল বিতর্ক।