শেষ আপডেট: 7th June 2022 16:56
দ্য ওয়াল ব্যুরো: রাজারহাটের নার্সিং হোস্টেলে উদ্ধার (Suicide) এক ছাত্রীর ঝুলন্ত দেহ। যা ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। যদিও দেহের পাশ থেকেই পুলিশ একটি সুইসাইড (Suicide) নোট উদ্ধার করেছে। তবুও মৃত্যুর কারণ নিয়ে পুলিশ এখনও দ্বন্দ্বে আছে।
রাজারহাটের (Rajarhat) এক নাসিং হোস্টেলের ঘরে মঙ্গলবার সন্ধেবেলা এক ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। স্থানীয় সূত্রে খবর, ওই ছাত্রীর ঘর ভিতর থেকে বন্ধ ছিল। ডাকাডাকি করেও সাড়া মেলেনি। পরে খবর যায় রাজারহাট থানায়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
পুলিশ সূত্রে খবর, ছাত্রীর নাম মহাশ্বেতা। পূর্ব মেদিনীপুরের বাসিন্দা মহাশ্বেতা রাজারহাটের ওই বেসরকারি নার্সিং কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী। কলেজের হোস্টেলেই থাকতেন তিনি। মৃতদেহের পাশ থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে। যদিও তাতে কী লেখা আছে তা জানা যায়নি এখনও।
আত্মহত্যা না খুন? পুলিশের প্রাথমিক অনুমান, মহাশ্বেতা আত্মহত্যাই করেছেন। কিন্তু, খুনের বিষয়টিও উড়িয়ে দিতে নারাজ পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রাজারহাট থানার পুলিশ।
মহম্মদের অবমাননার জেরে কানপুরে হিংসা! চারদিন পরে গ্রেফতার বিজেপি নেতা