Date : 18th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের রাজধানীর কাছে তেল শোধনাগারে পর পর হামলা, ছ’দিনেও থামছে না ইজরায়েল-ইরান সংঘর্ষমোদী-কার্নি বৈঠকে গলল বরফ, ভারত-কানাডা সম্পর্ক পুনরুদ্ধারের ইতিবাচক বার্তা কূটনৈতিক মহলেমোহনবাগানের উপর থেকে ট্রান্সফার নিষেধাজ্ঞা তুলে নিল ফিফা, নতুন ফুটবলার নিতে বাধা নেই আরইজরায়েলি হামলায় তছনছ ঘনিষ্ঠ বৃত্ত, ক্রমশ নিঃসঙ্গ হয়ে পড়ছেন আয়াতোল্লাহ খামেনিএখনই নিকেশ নয় খামেনিকে, ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের নির্দেশ ট্রাম্পেরকসবায় স্ত্রী, পুত্রকে নিয়ে আত্মঘাতী বৃদ্ধ? মিলল 'সুইসাইড নোট'! কী লেখা তাতে?'হিরামান্ডি' ব্লকবাস্টার হিট, কিন্তু তারপর আর কাজ পাচ্ছেন না অদিতি, বলছেন, 'অপেক্ষায় আছি'কসবায় ট্যাংরা-কাণ্ডের ছায়া! একই ফ্ল্যাট থেকে উদ্ধার তিনজনের দেহ, রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য১ জুলাইয়ের মধ্যে পে কমিশনের সুপারিশ রিপোর্ট ওয়েবসাইটে প্রকাশের নির্দেশ, রাজ্যকে হাইকোর্ট১৮ বছর পর আবার যুদ্ধের আবহে বলিউড, ফটো সেশনে 'বর্ডার ২' ছবির তারকারা, কারা থাকছেন?
Sudeep Banerjee - Kunal Ghosh

TMC: সুদীপকে সরানো হল কলকাতা উত্তরের সভাপতি থেকে, কোর কমিটিতে কুণাল নেই

তবে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সরালেও উত্তর কলকাতায় কোনও এক জনকে নেতা সাংগঠনিক জেলার সভাপতি পদের দায়িত্ব দিলেন না দলনেত্রী।

TMC: সুদীপকে সরানো হল কলকাতা উত্তরের সভাপতি থেকে, কোর কমিটিতে কুণাল নেই

শেষ আপডেট: 16 May 2025 17:54

দ্য ওয়াল ব্যুরো: লোকসভা ভোটের আগে উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের (Sudip Bandyopadhyay) বিরুদ্ধে ঝোড়ো সমালোচনায় নেমেছিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। সুদীপকে দুর্নীতিপরায়ণ বলে অভিযোগ করে কুণাল প্রশ্ন তুলেছিলেন, তাঁকে কেন ফের লোকসভা ভোটে প্রার্থী করা হবে! সুদীপের উপর অসন্তোষের কারণেই দল ছেড়েছিলেন উত্তর কলকাতার দাপুটে তৃণমূল নেতা তাপস রায়। এবার সেই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে উত্তর কলকাতার জেলা সভাপতি পদ থেকে সরিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তবে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সরালেও উত্তর কলকাতায় কোনও এক জনকে নেতা সাংগঠনিক জেলার সভাপতি পদের দায়িত্ব দিলেন না দলনেত্রী। পরিবর্তে একটি কোর কমিটি গঠন করে দেওয়া হল। তাতেও রইল চমক। উত্তর কলকাতা তৃণমূলের অন্যতম মুখ কুণাল ঘোষকে সেই কোর কমিটিতে রাখা হল না।

উত্তর কলকাতায় নতুন যে কোর কমিটি তৈরি করে দেওয়া হয়েছে তাতে রাখা হয়েছে ৯ জনকে। তাঁরা হলেন, অতীন ঘোষ, শশী পাঁজা, জীবন সাহা, পরেশ পাল, সুপ্তি পাণ্ডে, স্বপন সমাদ্দার, নয়না বন্দ্যোপাধ্যায় বিবেক গুপ্তা ও স্বর্ণকমল সাহাকে।

বস্তুত সুদীপ বন্দ্যোপাধ্যায়কে যে সাংগঠনিক দায়িত্ব থেকে সরানো হবে তা লোকসভা ভোটের পর পরই দ্য ওয়ালের প্রতিবেদনে স্পষ্ট করে লেখা হয়েছিল। তবে সেই সময়ে প্রশ্ন উঠেছিল যে কুণাল ঘোষকে কি কলকাতা উত্তরের সাংগঠনিক জেলা সভাপতি করা হবে? এ বিষয়ে কুণাল ঘরোয়া আলোচনায় বলেছিলেন, এই দায়িত্ব নিতে তিনি চান না। এভাবে তিনি একটা সাংগঠনিক দায়িত্বের মধ্যে বাঁধা পড়েও থাকতে চান না।

তবে কুণাল যাই বলুন। উত্তর কলকাতায় তৃণমূলের নেতাদের মধ্যে কুণাল- অন্যতম উজ্জ্বল মুখ বলে মনে করা হত। কোর কমিটিতে তাঁর নাম না থাকায় অনেকে বিষ্মিত হয়েছেন।

আবার সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জেলা সভাপতি পদ থেকে সরানো হলেও তাঁর স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায়কে কোর কমিটিতে রাখা হয়েছে। অর্থাৎ সুদীপ না থাকলেও তাঁর একটা প্রতিনিধিত্ব নয়া কমিটিতে রইল।

তবে পর্যবেক্ষকদের অনেকের মতে, কোর কমিটি গঠন করে দেওয়া মানে উত্তর কলকাতায় তৃণমূলের কোনও একজন গ্রহণযোগ্য নেতার অভাব রয়েছে, যাঁকে সবাই মেনে চলবেন। তাপস রায় তৃণমূল না ছাড়লে সম্ভবত এই দায়িত্ব তিনিই পেতে পারতেন।


ভিডিও স্টোরি