তবে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সরালেও উত্তর কলকাতায় কোনও এক জনকে নেতা সাংগঠনিক জেলার সভাপতি পদের দায়িত্ব দিলেন না দলনেত্রী।
শেষ আপডেট: 16 May 2025 17:54
দ্য ওয়াল ব্যুরো: লোকসভা ভোটের আগে উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের (Sudip Bandyopadhyay) বিরুদ্ধে ঝোড়ো সমালোচনায় নেমেছিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। সুদীপকে দুর্নীতিপরায়ণ বলে অভিযোগ করে কুণাল প্রশ্ন তুলেছিলেন, তাঁকে কেন ফের লোকসভা ভোটে প্রার্থী করা হবে! সুদীপের উপর অসন্তোষের কারণেই দল ছেড়েছিলেন উত্তর কলকাতার দাপুটে তৃণমূল নেতা তাপস রায়। এবার সেই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে উত্তর কলকাতার জেলা সভাপতি পদ থেকে সরিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তবে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সরালেও উত্তর কলকাতায় কোনও এক জনকে নেতা সাংগঠনিক জেলার সভাপতি পদের দায়িত্ব দিলেন না দলনেত্রী। পরিবর্তে একটি কোর কমিটি গঠন করে দেওয়া হল। তাতেও রইল চমক। উত্তর কলকাতা তৃণমূলের অন্যতম মুখ কুণাল ঘোষকে সেই কোর কমিটিতে রাখা হল না।
উত্তর কলকাতায় নতুন যে কোর কমিটি তৈরি করে দেওয়া হয়েছে তাতে রাখা হয়েছে ৯ জনকে। তাঁরা হলেন, অতীন ঘোষ, শশী পাঁজা, জীবন সাহা, পরেশ পাল, সুপ্তি পাণ্ডে, স্বপন সমাদ্দার, নয়না বন্দ্যোপাধ্যায় বিবেক গুপ্তা ও স্বর্ণকমল সাহাকে।
বস্তুত সুদীপ বন্দ্যোপাধ্যায়কে যে সাংগঠনিক দায়িত্ব থেকে সরানো হবে তা লোকসভা ভোটের পর পরই দ্য ওয়ালের প্রতিবেদনে স্পষ্ট করে লেখা হয়েছিল। তবে সেই সময়ে প্রশ্ন উঠেছিল যে কুণাল ঘোষকে কি কলকাতা উত্তরের সাংগঠনিক জেলা সভাপতি করা হবে? এ বিষয়ে কুণাল ঘরোয়া আলোচনায় বলেছিলেন, এই দায়িত্ব নিতে তিনি চান না। এভাবে তিনি একটা সাংগঠনিক দায়িত্বের মধ্যে বাঁধা পড়েও থাকতে চান না।
তবে কুণাল যাই বলুন। উত্তর কলকাতায় তৃণমূলের নেতাদের মধ্যে কুণাল- অন্যতম উজ্জ্বল মুখ বলে মনে করা হত। কোর কমিটিতে তাঁর নাম না থাকায় অনেকে বিষ্মিত হয়েছেন।
আবার সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জেলা সভাপতি পদ থেকে সরানো হলেও তাঁর স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায়কে কোর কমিটিতে রাখা হয়েছে। অর্থাৎ সুদীপ না থাকলেও তাঁর একটা প্রতিনিধিত্ব নয়া কমিটিতে রইল।
তবে পর্যবেক্ষকদের অনেকের মতে, কোর কমিটি গঠন করে দেওয়া মানে উত্তর কলকাতায় তৃণমূলের কোনও একজন গ্রহণযোগ্য নেতার অভাব রয়েছে, যাঁকে সবাই মেনে চলবেন। তাপস রায় তৃণমূল না ছাড়লে সম্ভবত এই দায়িত্ব তিনিই পেতে পারতেন।