শেষ আপডেট: 23rd April 2023 10:45
দ্য ওয়াল ব্যুরো: সুদানে (Sudan Clash) আটকে থাকা ভারতীয়দের কীভাবে উদ্ধার করা যায়, সেই নিয়ে উচ্চস্তরের বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বৈঠকে ছিলেন দেশের বিদেশমন্ত্রী এস জয় শঙ্করও। গত মঙ্গলবারই তিনি এব্যাপারে সৌদির বিদেশমন্ত্রী ফয়জল বিন ফারহানের সঙ্গে বৈঠক করেন। বৃহস্পতিবার রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গেও বৈঠক করে ভারতীয়দের উদ্ধার করার সমাধান সূত্র খোঁজার চেষ্টা করেন এস জয়শঙ্কর। শেষমেশ সুদানে আটকে থাকা ১২টি দেশের ৬৬ জন নাগরিককে উদ্ধার করা সম্ভব হয়েছে আজ।
রাজধানী খার্তুমে আটকে পড়েছিলেন কিছু ভারতীয়। তাঁদের একাংশ জানাচ্ছেন সুদানের একটি অভিজাত হোটেলে বুধবার মিসাইলের মতো দেখতে একটি বস্তু হঠাৎ উড়ে এসে সজোরে ধাক্কা মারে হোটেলের দেওয়ালে৷ ফলে গভীর ফাটলের সৃষ্টি হয়৷ সেখানেই আটকে পড়েন তাঁরা। শেষ হয়ে যায় খাবার। জলের অভাবে ট্যাপকলের জল খেতেও বাধ্য হন তাঁরা।
দেশের গৃহবন্দি মানুষদেরও অভিযোগ, জল, খাবার ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর জন্য গোটা দেশে হাহাকার শুরু হয়ে গেছে কারণ সেনা ও আধাসেনার জওয়ানরা দেশের সর্বত্র দোকানপাট ও সুপারমার্কেটে লুঠপাট শুরু করে দিয়েছে৷ বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ ও ইন্টারনেট পরিষেবাও৷ সেনা ও আধাসেনার সংঘাতে দেশবাসী প্রবল আতঙ্কিত হয়ে পড়েছে৷
কিন্তু সুদানে এমন রক্তক্ষয়ী সংঘর্ষ (Sudan Clash) পরিস্থিতির কারণ কী!
২০২১ সালের সেনা অভ্যুত্থানের পরে সুদানে মধ্যবর্তী সরকার গঠন করার কথাবার্তা চলাকালীন সেনা ও আধাসেনা কীভাবে সমন্বয় করে কাজ করবে, সে প্রশ্নে দু-পক্ষে মতান্তর দেখা দেওয়ায় ক্ষমতা দখল নিয়ে সেনা ও সেদেশের আধাসেনা র্যাপিড অ্যাকশান ফোর্সের মধ্যে সংঘাত তুঙ্গে ওঠে৷ তখনই বেজে যায় যুদ্ধের দামামা৷
পূর্ব আফ্রিকার এই ছোট দেশে গৃহযুদ্ধ ক্রমে বাড়তে বাড়তে এখন এক অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি করেছে৷ সে দেশের সেনা ও আধাসেনার মধ্যে অভ্যন্তরীণ সংঘাত ধীরে ধীরে তীব্র আকার ধারণ করে৷ সুদানের সাধারণ মানুষ জানাচ্ছেন, প্রায়শই উভয় পক্ষের বোমাবাজি ও গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে৷ কালো ধোঁয়ায় ছেয়ে গেছে আকাশ৷
সুদানের রাজধানীতে এই মুহূর্তে প্রায় ৪ হাজার ভারতীয় আটকে রয়েছেন এখনও৷ সেদেশের ভারতীয় দূতাবাস আটকে পড়া ভারতীয়দের উদ্দেশে দুটি নির্দেশিকা জারি করেছে৷ বিদেশ মন্ত্রকের তরফে সুদানে একটি কন্ট্রোল রুমও খোলা হয়েছে৷ যদিও আটক ভারতীয়দের অভিযোগ বিদেশ মন্ত্রক বা দূতাবাস যা কিছু বলছে তার কমই বাস্তবায়িত হয়েছে৷
বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ভারত সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, আমেরিকা, ব্রিটেন ও রাষ্ট্রপুঞ্জের বিভিন্ন সংস্থার সঙ্গে জোট বেঁধে সে দেশে শান্তি ফেরানোয় উদ্যোগ নিচ্ছে৷
সুদানে আটকে থাকা ভারতীয়দের উদ্ধার করা হল, জাহাজে করে আনা হয়েছে সৌদিতে