শেষ আপডেট: 12th September 2023 14:16
দ্য ওয়াল ব্যুরো: রাহুল গান্ধী বিগত তিন বছর ধরে বলে চলেছেন, পূর্ব লাদাখের বিস্তীর্ণ জমি দখল করে রেখেছে চিনের লালফৌজ। গত মাসে লাদাখে দাঁড়িয়েও একই কথা বলেছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। দিন কয়েক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra modi) লেখা চিঠিতে সনিয়া গান্ধী দাবি করেছেন, সংসদের আসন্ন বিশেষ অধিবেশনে চিন সীমান্ত (Subramanian Swamy ask modi about china border) নিয়ে আলোচনা করা হোক।
স্বামী বরাবরই নরেন্দ্র মোদীর তুমুল সমালোচক। বিরোধীরা মুখ খোলার আগেই তিনি জিএসটি চালু এবং বিমুদ্রাকরণ নিয়ে মোদীর তুমুল সমালোচনা করেন। অর্থমন্ত্রকের কাজকর্ম নিয়ে সরব স্বামী প্রকাশ্যে ঘোষণা করেছেন অর্থমন্ত্রীর দায়িত্ব দিলে ছয়মাসের মধ্যে দেশের হাল ফিরিয়ে দেবেন। যদিও মোদী কখনই এই দক্ষিণী নেতাকে গুরুত্ব দেননি। গত বছর স্বামীর রাজ্যসভার মেয়াদ শেষ হওয়ার পর আর তাঁকে আর প্রার্থী করেনি পদ্ম শিবির।
সেই প্রবীণ বিজেপি নেতা মঙ্গলবার এক্স হ্যান্ডেলে বলেছেন পূর্ব লাদাখে চিন ভারতের ৪০৬৭ বর্গ কিলোমিটার জমি দখল করে রেখেছে। তাঁর প্রশ্ন, এর পরেও নরেন্দ্র মোদী নীরব কেন? বস্তুত এই প্রশ্নটাই তুলেছেন কংগ্রেস নেতা রাহুল।
স্বামী শুধু মোদীই নন, বিজেপি-অবিজেপি-সহ একাধিক নেতাকে বিভিন্ন সময়ে বিপাকে ফেলেছেন। সনিয়া গান্ধীর ভারতীয় নাগরিকত্ব খারিজের দাবি নিয়ে দীর্ঘদিন আইনি লড়াই চালিয়েছেন। আবার কংগ্রেসের একদা মুখপত্র ন্যাশনাল হেরাল্ডের সম্পত্তি নয়ছয় নিয়ে তাঁর করা মামলাতেই ইডি ও আয়কর বিভাগ সনিয়া ও রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদ করেছে। সেই স্বামী সম্প্রতি প্রয়াত রাজীব গান্ধীর জন্মদিনে সংসদ ভবনে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে সনিয়া গান্ধীর পাশে হাজির ছিলেন।
মঙ্গলবার স্বামী চিন নিয়ে সরকারকে অস্বস্তিকর প্রশ্নের মুখে ফেললেও বিজেপির কেউ রা কাড়েননি। তবে লাদাখের উপ-রাজ্যপাল বিডি মিশ্র কারও নাম না করে দিন কয়েক আগে দাবি করেছেন, চিনের ভারতীয় ভূখণ্ড দখলের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।
আরও পড়ুন: লোকসভা ভোটে উত্তর প্রদেশ থেকে প্রার্থী হতে পারেন খাড়্গে