শেষ আপডেট: 10th May 2022 17:11
দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) 'সাহিত্য আকাদেমি' পুরস্কার পাওয়ার প্রতিবাদে আজ 'অন্নদাশঙ্কর স্মারক সম্মান' ফিরিয়ে দিয়েছেন লেখক ও গবেষক রত্না রশিদ বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে রাজ্যজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। অনেকে যেমন এই ঘটনাকে সমর্থন করেছেন, তেমনই অনেকেই এই সিদ্ধান্তের বিরুদ্ধাচারণ করেছেন। এবার এই বিষয়ে প্রতিক্রিয়া জানালেন কবি সুবোধ সরকার (Subodh Sarkar)। গোটা ঘটনাকে লেখকের 'ব্যক্তিগত সিদ্ধান্ত' বলেই ব্যক্ত করেছেন সুবোধবাবু।
‘বাংলা আকাদেমির কাজ ন্যক্কারজনক’, সম্মান ফেরালেন রত্না রশিদ বন্দ্যোপাধ্যায়
গত সোমবার সাহিত্যে নিরলস অবদানের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশেষ পুরস্কারে ভূষিত করেছিল পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি। মঙ্গলবার তারই প্রতিবাদ জানান রত্না রশিদ বন্দ্যোপাধ্যায়। এদিন সন্ধ্যায় সুবোধ সরকার নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, ‘‘সামাজিক ভাবে যাঁদের বড় ভূমিকা রয়েছে এবং একইসঙ্গে যাঁরা সাহিত্যচর্চা করছেন তাঁদের এই পুরস্কার দেওয়ার কথা বলা হয়েছে। একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি যখন এরকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে, সেখানে এর প্রতিবাদে যদি কেউ নিজের অর্জিত পুরস্কার ফেরত দেয়, সেটা তাঁর ব্যক্তিগত ব্যাপার।’’
ঘটনাচক্রে, সোমবার বিকেল অর্থাৎ পঁচিশে বৈশাখের দিন যে সরকারি মঞ্চ থেকে রাজ্যের শিক্ষামন্ত্রী তথা পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির সভাপতি ব্রাত্য বসু মমতা বন্দ্যোপাধ্যায়কে পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেন, সেখানেও উপস্থিত ছিলেন সুবোধ সরকার। এছাড়াও সেই মঞ্চ আলোকিত করতে দেখা গেছে সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, জয় গোস্বামীর মত ব্যক্তিত্বদের।