প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার ও জুনিয়র ডাক্তাররা
শেষ আপডেট: 29th September 2024 17:31
দ্য ওয়াল ব্যুরো: অভিজিৎ গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, অগ্নিমিত্রা পলের এবার শুভঙ্কর সরকার। জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের মঞ্চে গিয়ে গো ব্যাক স্লোগানের মুখে পড়তে হল প্রদেশ কংগ্রেসের নবনিযুক্ত সভাপতিকে।
রোগীর পরিজনদের হামলার প্রতিবাদে এবং নিরাপত্তার দাবিতে শুক্রবার রাত থেকে সাগর দত্ত মেডিকেলে কর্মবিরতিতে নেমেছেন চিকিৎসকরা। শনিবার তাঁদের সঙ্গে বৈঠক করেন স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম। তারপরও কর্মবিরতি প্রত্যাহার দূরে থাক, সোমবার বিকেলের মধ্যে নিরাপত্তা সুনিশ্চিত না হলে ফের পূর্ণ কর্মবিরতির ডাক দিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট।
এমন আবহে এদিন দুপুরে সাগরদত্ত মেডিকেলের সামনে গিয়ে থামে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের গাড়ি। তিনি আন্দোলনকারীদের সঙ্গে দেখা করতে এসেছেন শুনেই রেগে যান জুনিয়র ডাক্তাররা।
প্রদেশ সভাপতির উদ্দেশে হাত জোর করে তাঁরা বলেন, ‘যারা আমাদের মঞ্চকে রাজনৈতিক কারণে ব্যবহার করতে চাইছেন তাঁরা দয়া করে এখান থেকে চলে যান।’
প্রসঙ্গত, শুরু থেকেই নিজেদের আন্দোলনকে অরাজনৈতিক রাখার কথা বলে আসছেন আন্দোলনকারীরা। তা সত্ত্বেও প্রদেশ সভাপতি কেন গেলেন আন্দোলনকারীদের মঞ্চে?
শুভঙ্কর সরকারের ব্যাখ্যা, "ডাক্তারদের দাবির সঙ্গে আমরাও সহমত। তাই রাজনৈতিক ঝান্ডা ছাড়াই সাগর দত্তে গিয়েছিলাম ওদের প্রতিবাদকে সমর্থন করতে। তবে আমার যেহেতু রাজনৈতিক পরিচয় রয়েছে তাই ওরা দূরে থাকতে অনুরোধ করেছেন।"
এর আগে লালবাজারে সিপির পদত্যাগের দাবিতে ছাত্রদের অবস্থান বিক্ষোভে দেখা করতে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে পড়েছিলেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি-তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও অভিনেতা-বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ।
কংগ্রেস নেতৃত্বর দাবি, "আমাদেরও গো ব্যাক স্লোগান শুনতে হয়েছে, তবে বিজেপিকে যে ঝাঁঝে চিকিৎসকরা তেড়ে গিয়েছিল আমাদের ক্ষেত্রে সেটা হয়নি। বরং অত্যন্ত বিনয়ের সঙ্গে ওরা আমাদের ফিরে যেতে বলেছে।" আরও একধাপ এগিয়ে শুভঙ্কর সরকার বলেন, "কই, কেউ তো গো ব্যাক স্লোগান দেয়নি আমাদের!"