শেষ আপডেট: 28th December 2023 23:17
দ্য ওয়াল ব্যুরো: অবশেষে অধ্যক্ষের প্যাডে চিঠি লিখে কলেজ ছাত্রীকে দেওয়া প্রেম প্রস্তাবের রহস্য উদঘাটন হল। জানা গেল, ঘটনার পিছনে মূল মাথা হল, যে ছাত্রীকে উদ্দেশ করে প্রেম প্রস্তাব দেওয়া হয়েছিল, তিনি নিজেই! তাঁর সঙ্গে মিলে ওই কলেজেরই আরও এক ছাত্রী প্রিন্সিপালের সই নকল করে লেটারহেড প্যাডে চিঠি লিখেছিলেন, যা নিয়ে মঙ্গলবার থেকে তুলকালাম চলছে পূর্ব বর্ধমানের গুসকরায়। কলেজের তদন্তে পুরো বিষয়টি উঠে আসতেই এবার অভিযুক্ত দুই ছাত্রীকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিল গুসকরা মহাবিদ্যালয় কর্তৃপক্ষ।
ভাইরাল চিঠিটি দেখে প্রাথমিকভাবে অনুমান করা হয়েছিল, কলেজেরই পঞ্চম সেমিস্টারের এক ছাত্রী প্রেমে পড়েছেন একই মহাবিদ্যালয়ের এক প্রাক্তন ছাত্র। প্রেমিকার কাছে পাত্তা না পেয়ে সেই প্রেমিকের নাকি নাওয়া-খাওয়া-পড়াশোনা সব মাথায় উঠেছে! অধ্যক্ষের বয়ানে লেখা সেই চিঠি প্রকাশ্যে আসতেই তুঙ্গে উঠেছিল বিতর্ক। কীভাবে একটি কলেজের অধ্যক্ষ এমন ন্যক্কারজনক কাজ করতে পারেন, তা নিয়ে প্রশ্ন উঠেছিল।
তারপর মহাবিদ্যালয় এর অধ্যক্ষ সুদীপ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, বিষয়টি নিয়ে পুলিশের কাছে গেছেন তিনি। তাঁর অনুমান ছিল পুরনো কোনও নোটিস স্ক্যান করে এই চিঠি তৈরি করা হয়েছিল। পুলিশের পাশাপাশি সেই ঘটনায় অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছিল মহাবিদ্যালয় কর্তৃপক্ষ। তাতেই এই ঘটনায় ওই দুই ছাত্রীর জড়িত থাকার কথা জানা যায়। আরও এক প্রাক্তন ছাত্রের চিঠি কাণ্ডে যোগসূত্র রয়েছে বলে জানা গেছে।
ইতিমধ্যেই তিন অভিযুক্ত নিজেদের অন্যায়ের কথা স্বীকার করেছেন। তাঁরা জানিয়েছেন, প্রথমে অধ্যক্ষের সই স্ক্যান করা হয়। তারপর ফটোশপের মাধ্যমে সেই সই কাজে লাগিয়ে তৈরি করা হয় জাল চিঠি। ইতিমধ্যেই তাঁরা ক্ষমা চেয়ে মুচলেকা দিয়েছেন বলে জানিয়েছেন অধ্যক্ষ। এতে তাঁদের বিরুদ্ধে পুলিশের কাছে এফআইআর দায়ের না করার সিদ্ধান্ত নিয়েছেন সুদীপ চট্টোপাধ্যায়। তবে ওই দুই ছাত্রীকে আপাতত শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে কলেজ থেকে বহিষ্কার করা হবে বলে জানিয়েছেন তিনি।