শেষ আপডেট: 15th December 2019 22:01
দ্য ওয়াল ব্যুরো: নির্দিষ্ট কোনও স্তরে, কোনও বিশেষ ধর্মে, বা কোনও জাতির অন্দরে আর সীমাবদ্ধ রইল না এই আন্দোলন। সব রকম বেড়া পার করে গণ আন্দোলনের চেহারা নিল দেশ জুড়ে পুঞ্জীভূত হওয়া ক্যাব-বিরোধী আন্দোলন। আর প্রায় সব গণ-আন্দোলনেই যেমন দেখা যায় অগ্রণী ভূমিকা নিচ্ছে ছাত্রসমাজ, এ ক্ষেত্রেও তার ব্যতিক্রম হল না। অন্তত রবিবার রাতের পরে তো বলাই যায়, নাগরিকত্ব সংশোধন আইন নিয়ে দেশ জুড়ে বাড়তে থাকা এ আন্দোলনের সামনের সারিতে চলে এল সারা দেশের ছাত্রছাত্রী সমাজের একটা বড় অংশ।